News update
  • Pahalgam Attack: India, Pakistan Exchange Fire at LoC     |     
  • Dhaka’s air quality turns ‘moderate’ Friday morning     |     
  • 99 cocktails, 40 petrol bombs seized at C’nawabganj border     |     
  • Sewage, trash, disease overwhelm displaced communities in Gaza     |     
  • World leaders rally for ‘full-speed’ climate action ahead of COP30     |     

ঈদের শুভেচ্ছা জানিয়ে সমর্থকদের যা বললেন রোনালদো

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-03-31, 8:04am

img_20250331_080200-70ae0f346439d127e5ae8fb841a26c7c1743386679.jpg




টানা এক মাস সিয়াম পালনের পর মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর অনেক দেশেই আজ  উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। আর এই দিনটি উপলক্ষে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

রোববার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ঈদ উপলক্ষে একটি ছবিসহ পোস্ট করেছেন রোনালদো। যেখানে সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে। তার হাতে আরবের ঐতিহ্যবাহী তলোয়ার, কাঁধে সৌদি আরবের পতাকাসদৃশ কাপড়।  

পোস্টের ক্যাপশনে রোনালদো লিখেছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা! আনন্দ, শান্তি আর ভালোবাসায় ভরে উঠুক আপনাদের জীবন। প্রিয়জনদের সঙ্গে কাটুক এক আনন্দমুখর ঈদ। ঈদ মোবারক!

আন্তর্জাতিক উইন্ডো শেষে সৌদি আরবের আল-নাসর  ক্লাবে ফিরেছেন রোনালদো। সম্প্রতি পর্তুগালের জার্সিতে উয়েফা নেশন্স লিগ খেলতে গিয়েছিলেন তিনি। দলকে আসরের সেমিফাইনালেও তুলেছেন এই সুপারস্টার উইঙ্গার। এরপর আল-হিলালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনও শুরু করে দিয়েছেন দলটির অধিনায়ক।  আরটিভি