News update
  • Bangladesh earthquake death toll rises to 10; scores injured     |     
  • CA for Armed Forces' efficient role to ensure smooth, festive polls     |     
  • Tarique Rahman calls for urgent disaster preparedness after quake     |     
  • UN Unveils UN80 Action Plan to Drive System-Wide Reforms     |     
  • Guterres Urges G20 to Show Leadership and Vision in SA     |     

নেইমারের সঙ্গে ‘বিবাদে’ জড়ানো জেসুস ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-04-01, 11:10am

45trt353-e214e5aade758ce9854185aa138edccb1743484221.jpg




নেইমারের সঙ্গে সুসম্পর্ক না থাকলেও ব্রাজিল দলে পরবর্তী কোচ হিসেবে সবচেয়ে আলোচিত নাম জর্জ জেসুস। সিবিএফ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব না পেলেও গুঞ্জন আছে জেসুসকেই দলের দায়িত্ব দিতে আগ্রহী ব্রাজিল ফুটবল কনফেডারেশন।

কোনোভাবেই যেনো পরিবর্তন হচ্ছে না ব্রাজিল ফুটবল দলের দৈন্যদশা। একের পর এক ব্যর্থতার খেসারত দিয়ে যাচ্ছে আলবিসেলেস্তেরা। আর বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তো সেই মাশুল দিতে হল ব্রাজিলকে। কোচ দরিভাল জুনিয়রকে দলের দায়িত্ব দিয়ে ভাগ্য পরিবর্তনের আশা থাকলেও সে আশায় গুড়ে বালি। ব্যর্থতার দায়ে দরিভাল জুনিয়রকে চাকুরিচ্যতু করেছে সিবিএফ।

দরিভাল জুনিয়রকে চাকুরিচ্যুত করার পর থেকেই ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে বেশ কয়েকজনের নাম সামনে এসেছে। সে আলোচনায় সবচেয়ে বেশি শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তির নাম। আলোচিতদের মধ্যে তার পরই জর্জ জেসুসের নাম। আল হিলালের এই পর্তুগিজ কোচকে নিয়ে গুঞ্জন শোনা গেলেও জেসুস নিজেই জানিয়েছেন, ব্রাজিল ফুটবল কনফেডারেশন থেকে তার সঙ্গে কোনো আলোচনাই হয়নি।

এই জেসুসের অধীনেই আল হিলালে তিক্ত সময় পার করেছেন নেইমার জুনিয়র। শেষদিকে দুজনার সম্পর্কে তিক্ততা দেখা দেয়। গত জানুয়ারিতে জেসুস চোটাক্রান্ত নেইমারকে নিয়ে বলেছিলেন, ব্রাজিলিয়ান তারকা এখন আর সৌদি লিগে খেলার পর্যায়ে নেই। সেখান থেকেই সম্পর্কের অবনতি হয় নেইমার ও জেসুসের। এমন অবস্থায় এই পর্তুগিজ কোচকে দলে পেতে ব্রাজিল কতটুকু আগ্রহী তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। যদিও এই জটিলতার অবসান করেছেন জেসুস নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেসুস জানান, একজন খেলোয়াড়ের ওপর পুরো দলের সিদ্ধান্ত কখনও নির্ভর করে না। নেইমারের সঙ্গে নাকি তার কোনো ধরনের সমস্যা আগেও ছিল না, এখনও নেই। নেইমারের একার সিদ্ধান্ততে কখনও দল চলতে পারে না বলেই বিশ্বাস তার।