News update
  • Mild cold wave sweeps parts of Bangladesh: Met Office     |     
  • Saturday’s EC hearing brings 51 candidates back to election race     |     
  • Food, air, water offer Dhaka residents few safe choices     |     
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     

সেভিয়াকে হারিয়ে শিরোপার দৌড়ে কি ফিরল অ্যাতলেটিকো?

ফুটবল 2025-04-07, 6:21am

b29b0f501420d7532c0bbe53a1454ff81a382f40ef9ca235-1-6d907695810dcfd4cd52fb0b50ccb5141743985269.jpg




গত দুই সপ্তাহে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের কাছে হেরে দুইটি শিরোপা জয়ের পথ থেকে ছিটকে গেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। লিগেও সেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দাপটে শিরোপার দৌড় থেকে প্রায় ছিটকেই গিয়েছিল বলা যায়। তবে চলতি সপ্তাহে রিয়ালের হার ও বার্সার ড্র অ্যাতলেটিকোকে কিছুটা সম্ভাবনা জাগিয়েছিল। সেই সম্ভাবনা কাজে লাগিয়ে আবারও লিগ শিরোপার দৌড়ে ফিরেছে সিমিওনের দল। রোববার (৬ এপ্রিল) তারা সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে।

সেভিয়ার মাঠ রামন সানচেজ পিজ্জুয়ানে অবশ্য শুরুতেই গোল হজম করে অ্যাতলেটিকো। ম্যাচের সপ্তম মিনিটে লুসিয়ান আগুমে স্বাগতিকদের এগিয়ে দেন। তবে এরপর ঘুরে দাঁড়ায় অ্যাতলেটিকো। ম্যাচের ২৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান জুলিয়ান আলভারেজ।

দ্বিতীয় হাফে ম্যাচে এগিয়ে যাওয়ার জন্য স্বাগতিকদের আক্রমণ করে কোণঠাসা করে ফেলে সিমিওনের দল। তবে গোলের দেখা পাচ্ছিল না গ্রিজম্যান-আলভারেজরা। তবে শেষ পর্যন্ত সেই প্রত্যাশিত গোলের দেখা পায় অ্যাতলেটিকো ম্যাচের বাড়ানো সময়ের তৃতীয় মিনিটে।

লোরেনতের পাস মাঝমাঠ থেকে পেয়ে একক নৈপুণ্যে ডি-বক্সের বাইরে থেকে গোল করেন পাবলো ব্যারিওস। এই ২-১ গোলে জয় নিয়ে শিরোপার দৌড়ে ফিরেছে অ্যাতলেটিকো তা বলাই যায়।

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেটিকো মাদ্রিদ তিন দলই ৩০টি করে ম্যাচ খেলেছে। যেখানে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ এবং ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অ্যাতলেটিকো। সময়।