News update
  • Thousands line the Dhaka streets welcome Khaleda Zia      |     
  • Khaleda lands on home soil; Zubaida reunites with her kins     |     
  • Bangladesh-Japan FOC to Be Held in Tokyo on May 15     |     
  • Young Talents Shine at Inaugural Kidlon Junior Award 2025     |     

বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইন্টার মিলানের দুর্দান্ত জয়

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-04-09, 8:28am

454543-34798ab23ac9e540daec69804bc56b1a1744165720.jpg




উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লাওতারো মার্তিনেজের গোলে ২২ ম্যাচ অজেয় থাকা জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে হারিয়ে ২-১ ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। 

মঙ্গলবার (৮ এপ্রিল) আলিয়াঞ্জ অ্যারেনায় নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চমক দেখালো ইন্টার মিলান। ইন্টার মিলানের হয়ে ম্যাচের ৮৮তম মিনিটে জয়সূচক গোল করেছেন ডেভিড ফ্রাত্তেসি। 

ম্যাচে ইতালিয়ান প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে প্রথমার্ধেই ৭টি শট লক্ষ্যে রেখেছেন হ্যারি কেইন, মাইকেল ওলিস, রাফায়েল গেরেইরারা। কিন্তু গোলের দেখা তারা পাননি। উল্টো ৩৮ মিনিটে লাওতারো মার্তিনেজের গোলে ইন্টার এগিয়ে যায়। মার্কাস থুরাম ব্যাক হিলে বল বাড়ারে সেটি ধরেই জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

তবে বায়ার্ন গোল পায় ৮৫তম মিনিটে। লেরয় সানের বদলি হিসেবে নামা মুলার আলতো টোকায় গোল করে দলকে সমতায় ফেরান। তবে স্বস্তিটা স্থায়ী হয়নি। তিন মিনিট পরই কার্লোস অগাস্তোর বাড়ানো ক্রস থেকে পাল্টা গোল করেন ফ্রাত্তেসি। যে গোলে নিশ্চিত হয় ইন্টারের জয়। 

একইসঙ্গে ২০২১ সালের এপ্রিলে পিএসজির বিপক্ষে ম্যাচের পর চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের প্রথম হারও। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ ১৬ এপ্রিল সান সিরোয়।সেমির আশা বাঁচিয়ে রাখতে যে ম্যাচে জয়ের বিকল্প নেই বায়ার্নের সামনে।আরটিভি