News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

জর্ডানে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-05-27, 12:11am

e9c9232e1f2dd693fe01a4527a2983107a7465ff849923bf-cee12174484d2e8b5ab0b7384445fbd01748283112.jpg




তিন জাতি টুর্নামেন্টে অংশ নিতে সোমবার (২৬ মে) ঢাকা ত্যাগ করে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে ভালোভাবেই জর্ডানের রাজধানী আম্মান পৌঁছেছেন আফঈদারা। বাহরাইন হয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় জর্ডানে পৌঁছায় পিটার বাটলারের দল।

সোমবার (২৬ মে) সকালে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন শামসুন্নাহার-আফঈদারা। ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক জর্ডান ছাড়া অন্য দলটি হলো ইন্দোনেশিয়া।

আগামী ৩১ মে ইন্দোনেশিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ৩ জুলাই স্বাগতিক জর্ডানের বিপক্ষে। দু’দলই বাংলাদেশের চেয়ে কাগজ-কলমে এবং পারফরম্যান্সের দিক থেকে এগিয়ে। 

আসন্ন এএফসি নারী এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতির অংশ হিসেবে এ সিরিজ খেলছে বাংলাদেশ। এশিয়ান কাপে কোয়ালিফারে বাংলাদেশকে খেলতে হবে মায়ানমার, বাহরাইন ও তুর্কিমেনিস্তানের বিপক্ষে।

রোববার (২৫ মে) ত্রিদেশীয় সিরিজের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এই স্কোয়াডে রাখা হয়নি কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ৫ ফুটবলার- সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাতসুশিমা সুমাইকে।  

বাংলাদেশ স্কোয়াড: রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, আফঈদা খন্দকার, সাগরিকা, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, সুরভী আকন্দ প্রীতি, সুলতানা, মেঘলা রানী রায়, জয়নব বিবি রিতা, হালিমা আক্তার, নবিরন খাতুন, ফেরদৌসি আক্তার সোনালী, উমহেলা মারমা ও শান্তি মারদি। সময়।