News update
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     
  • Hadi’s condition very critical: Singapore Foreign Minister     |     
  • Asia-Pacific hunger eases, Gaza pipeline fixed, Europe hit by flu     |     

শাহবাগে ঈদের নামাজ পড়লেন হামজা-ফাহামেদুলরা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-06-07, 10:20am

12acbf9298ca132c1ab4b7050813421af35e9ae5123c14ce-b48674d7d8a430fe2d4c88d9aecef26f1749270056.jpg




রাজধানীর শাহবাগে পবিত্র ঈদুল আজহা’র নামাজ আদায় করেছেন হামজা-ফাহামেদুলসহ জাতীয় দলের সদস্যরা। চাঁদ মসজিদে সকাল ৭ টার জামায়াতে অংশ নেন ক্যাম্পে থাকা ফুটবলাররা।

সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ক্যাম্প চলমান থাকায় ছুটি পাননি ফুটবলাররা। ঈদের আনন্দ তাই দলগতভাবে ভাগাভাগি করে নেন তারা। সকালে নামাজে অংশ নেন হামজা, জামাল, ঈসা, ফাহমেদুলরা। এরপর টিম হোটেলে ফিরে যান তারা। 

ঈদের কারণে বেলা ২ টা পর্যন্ত পরিবারের সাথে দেখা করার সুযোগ পাবেন খেলোয়াড়রা। তবে এদিনও অনুশীলন করবে কাবরেরার দল। বিকেলে জাতীয় স্টেডিয়ামে হবে টিম ট্রেনিং। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে জামাল ভূইয়ার দল।

এশিয়ান বাছাইয়ের ম্যাচে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে গত ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। যদিও সে ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছেন দলের ফুটবলাররা। 

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে আগেভাগেই দেশে আসেন হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলাম ও সমিত সোম। ভুটান ম্যাচে হামজা ও ফাহামেদুল খেললেও সমিত খেলেননি। কারণ, সমিত ঢাকায় এসে পৌঁছেছিলেন ম্যাচের দিন সকালে।

এরপর সিঙ্গাপুর ম্যাচের জন্য আর ফিরে যাননি হামজা-ফাহামেদুলরা। তারা রয়ে গেছেন দলের সঙ্গেই। আজ ঈদুল আজহা’র নামাজও আদায় করেছেন তারা একসাথেই।