News update
  • Foreign Debt Repayment Hits $4 Billion in Record High     |     
  • Bangladesh Orders 25 Boeing Jets Ahead of Key US Trade Talks     |     
  • Bus ploughs into football match in Cumilla; 1 killed, 5 hurt     |     
  • CA Prof Yunus holding talks with 12 more political parties     |     

ম্যাচের মধ্যেই মাঠে ঢুকে দর্শকদের সংঘর্ষ, পালিয়ে বাঁচলেন রেফারি-ফুটবলাররা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-06-20, 10:09am

img_20250620_100654-94bf85d48296f3319edaa243bf0a41b61750392544.jpg




লিবিয়ার প্রথম সারির লিগে ত্রিপোলি ডার্বিতে আল ইত্তিহাদের বিপক্ষে মাঠে নেমেছিল আল আহলি। এই ম্যাচে ঘটে গেছে একটি মর্মান্তিক ঘটনা। ম্যাচ চালাকালীন সময়ে হুড়মুড় করে মাঠে ঢুকে যান দর্শকরা। এরপর সংঘর্ষে জড়িয়ে পড়লে অনেকে হতাহত হন। 

ঘটনাটি ঘটে ম্যাচে ৩৮তম মিনিটে। ফ্রি কিক থেকে গোল করেন আল ইত্তিহাদের মরক্কান ফুটবলার নৌফেল জারহৌনি। এরপর প্রতিপক্ষ সমর্থকদের সামনে উদযাপন করেন তিনি। যা সহজভাবে নিতে পারেননি তারা। মুহূর্তের মধ্যেই  মাঠে ঢুকে যান দর্শকরা।

এরপর সংঘর্ষে জড়িয়ে পড়লে অনেকে হতাহত হন। এতে পর্তুগিজ রেফারি ফ্যাবিও জোসে কস্তা আহত হন, পরে ড্রেসিংরুমে চলে যান তিনি। হুমকির মুখে পড়ে প্লেয়াররা শেষ পর্যন্ত স্টেডিয়াম থেকে পালিয়ে যেতে বাধ্য হন, স্থগিত হয় ম্যাচ। পাশাপাশি মাঠের বাইরে পুড়িয়ে দেওয়া হয় ইত্তিহাদের টিম বাস। 

এই বিশৃঙ্খলার কারণ হিসেবে ইত্তিহাদের খেলোয়াড়ের আচরণকে দায়ী করেছে আল আহলি। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী সমর্থকদের দিকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। 

অন্যদিকে আফ্রিকান ভয়েস খ্যাত গণমাধ্যম দ্য হেরিটেজ টাইমস জানিয়েছে, প্রতিপক্ষ সমর্থকদের সামনে ইত্তিহাদের ফুটবলার জারহৌনির উদযাপনের কারণেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ব্যাপারটাকে আল আহলির সমর্থকরা ভালোভাবে নিতে পারেননি। তাই ক্ষোভ থেকেই মাঠে ঢুকে সংঘর্ষ বাধিয়ে দেন।