News update
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

ক্লাব বিশ্বকাপে শেষ ষোলো নিশ্চিত করল যারা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-06-25, 6:51pm

img_20250625_184914-5f64f6ccf7f7a0dfe0f3bc27c46c01f61750855877.jpg




চলছে ফিফা ক্লাব বিশ্বকাপের ২১তম আসর। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ৬ মহাদেশের মোট ৩২টি ক্লাব অংশ নিয়েছে। জমজমাট লড়াইয়ে ইতোমধ্যে ৮টি ক্লাবের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেছে। শেষ ষোলোর টিকিটের অপেক্ষায় আছে আরও ৮ ক্লাব। অন্যদিকে ১৩ ক্লাবের বিদায় নিশ্চিত হয়েছে।

শেষ ষোলের টিকিট নিশ্চিত করেছে যেসব ক্লাব:

গ্রুপ এ: পালমেইরাস (ব্রাজিল) এবং ইন্টার মায়ামি (যুক্তরাষ্ট্র)।

গ্রুপ বি: পিএসজি (ফ্রান্স) এবং বোতাফোগো (ব্রাজিল)।

গ্রুপ সি: বেনফিকা (পর্তুগাল) এবং বায়ার্ন মিউনিখ (জার্মানি)।

গ্রুপ ডি: ফ্ল্যামেঙ্গো (ব্রাজিল) এবং চেলসি (ইংল্যান্ড)।

ফিফা ক্লাব বিশ্বকাপে এখনো গ্রুপ পর্বের খেলা চলছে। ফলে বাকি ৮টি জায়গা পূরণ হবে পরবর্তী ম্যাচগুলোতে।

গ্রুপ পর্বেই বিদায় নিশ্চিত করেছে যেসব ক্লাব: পর্তুগিজ ক্লাব পোর্তো, সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি, স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ, যুক্তরাষ্ট্রের ক্লাব সিয়াটল সাউন্ডার্স ও লস অ্যাঞ্জেলেস এফসি, নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি, জাপানিজ ক্লাব উরাওয়া রেডস, দক্ষিণ কোরিয়ার ক্লাব উলসান হুন্দাই, মরক্কোর ক্লাব উইদাদ কাসাব্লাংকা, ইরানের ক্লাব আল আইন, মেক্সিকান ক্লাব পাচুকা, আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স, তিউনিশিয়ার ক্লাব এস তুনিসের।

গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো শেষ হলে নকআউট পর্বের ১৬ দলের তালিকা চূড়ান্ত হবে। এরপর শুরু হবে দ্বিতীয় রাউন্ড। যেখানে প্রতিটি ম্যাচেই থাকবে জয়-পরাজয়ের দ্বৈরথ।