News update
  • Israeli strikes kill 43, including children, in Gaza     |     
  • WFP Deputy Chief Warns of Deepening Crisis in Gaza     |     
  • UN Warns Gaza Fuel Crisis Threatens Humanitarian Collapse     |     
  • WHO’s Saima Wazed placed on indefinite leave amid graft probe     |     
  • UNRWA Commissioner-Gen. on Gaza: 800 starving people killed     |     

ইতিহাস গড়ে এশিয়ান কাপে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-07-03, 7:15am

img_20250703_071311-251c98faefbe095d4b50b76c5a9bc1291751505306.jpg




স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে নারী এশিয়ান কাপে এক পা দিয়েই রেখেছিল বাংলাদেশ। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো।  

গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করায় সি গ্রুপে শীর্ষে থেকেই মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফলে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলবে সাবিনা-কৃষ্ণারা।  

দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৬। স্বাগতিক মিয়ানমার ৩, বাহরাইন ও তুর্কেমেনিস্তানের সমান এক পয়েন্ট। বাংলাদেশ যদি শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে হেরে যায় এবং মিয়ানমার বাহরাইনের বিপক্ষে জয় পায় তখন দুই দলেরই সমান ৬ পয়েন্ট হবে। 

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী প্রথমে হেড টু হেড বিবেচনা হবে। বাংলাদেশ মিয়ানমারকে হারানোয় বাংলাদেশ গ্রুপ সেরা হিসেবে গণ্য হবে। যার কারনে আজই বাংলাদেশের এশিয়া কাপ নিশ্চিত হয়ে গেলো। 

১৯৮০ সালে কুয়েতে পুরুষ দল প্রথম এশিয়ান কাপ খেলে। এবার ৪৬ বছর পর সেই মঞ্চে উঠছে বাংলাদেশের নারীরা। ৫ জুলাই বাংলাদেশের শেষ ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে এখন শুধুই আনুষ্ঠানিকতা। ঐ ম্যাচে হারলেও বাংলাদেশের এশিয়া কাপ যাত্রায় কোনো বাধা নেই। নারী ফুটবলে এটি দেশের সবচেয়ে বড় সাফল্যগুলোর মধ্যে একটি।

ফুটবল ফেডারেশনের সহযোগিতার প্রস্তাব

অস্ট্রেলিয়ায় বসবে এবারের নারী এশিয়ান কাপের আসর। সেখানে বাংলাদেশ নারী দলের এই ঐতিহাসিক অর্জন দেশের ফুটবলের জন্য এক নতুন মাইলফলক হয়ে রইল।