News update
  • Fourth Palestinian baby freezes to death in Gaza amid winter crisis     |     
  • Prof Yunus to focus on digital health, youths, ‘Three Zeros’     |     
  • Who’re back in the race? EC clears 58 candidates for Feb polls     |     
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     

জোটার মৃত্যুতে রোনালদোর আবেগঘন বার্তা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-07-04, 7:32am

c36daffe34c3e01c450b5fdf254dccc6ca5839a842354d11-82fa6e18c84843073fb97f69052a7ac01751592730.jpg




জাতীয় দলের সতীর্থ দিয়েগো জোটার মৃত্যুর খবরে শোকাহত পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। কিছুদিন আগে একসঙ্গে উয়েফা নেশন্স লিগের শিরোপা জেতা সতীর্থের মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। সামাজিক মাধ্যমে দিয়েছেন আবেগঘন বার্তা।

বৃহস্পতিবার (৩ জুলাই) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়া এলাকায় এ-৫২ মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন জোটা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভা। দুজনই পেশাদার ফুটবলার।

তবে ২৮ বছর বয়সী জোটার পরিচিতিটা একটু বেশি। পর্তুগাল জাতীয় দলের পাশাপাশি লিভারপুলেরও তারকা ফরোয়ার্ড তিনি। সবশেষ মৌসুমে ইংলিশ ক্লাবটির হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগের শিরোপা। গত মাসে জাতীয় দলের হয়ে জিতেছেন উয়েফা নেশন্স লিগের শিরোপা। তার সঙ্গে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোও। ২০১৯ সাল থেকেই জোটাকে সতীর্থ হিসেবে পেয়েছেন সিআরসেভেন। তার সঙ্গে আছে নানা সুখ-দুঃখের স্মৃতি।

কিন্তু ২৮ বছর বয়সী সে সতীর্থ আজ হঠাৎ করে পৃথিবী ছেড়ে গেলেন। যেটা মেনে নিতে পারছেন না রোনালদো।

সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়ে তিনি লেখেন, ‘কোনো মানে হয় না। এইতো সেদিন আমরা একসঙ্গে জাতীয় দলে ছিলাম, এইতো সেদিন তুমি বিয়ে করেছিলে। তোমার পরিবার, তোমার স্ত্রী এবং তোমার সন্তানদের প্রতি আমি আমার গভীর সমবেদনা জানাই এবং তাদের জন্য পৃথিবীর সকল শক্তি কামনা করি। আমি জানি, তুমি সবসময় তাদের সঙ্গে থাকবে। শান্তিতে থাকো, দিয়েগো এবং আন্দ্রে। আমরা সবাই তোমাদের খুব মিস করব।’

দুই সপ্তাহ আগেই দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোকে বিয়ে করেছিলেন জোটা। তাদের ঘরে আছে তিন সন্তান।

এদিকে জোটার মৃত্যুতে আবেগঘন বার্তা দিয়েছেন পর্তুগিজ সতীর্থ রুবেন নেভেসও। তিনি লিখেছেন, ‘তারা বলে তুমি তখনই মানুষকে হারাবে যখন তুমি তাদেরকে ভুলে যাবে। আমি তোমাকে কখনো ভুলব না।’