News update
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     

২০২৬ বিশ্বকাপের টিকিটের মূল্য প্রকাশ, কিনবেন যেভাবে

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-07-20, 5:02pm

970a4cb831a845510ec666cdc59445e9628fa61d236f35da-c18049e3afb91d909d707b906396a4411753009370.jpg




আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপ শুরু হতে বছরখানেক সময় থাকলেও এখনই টুর্নামেন্টের টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ফিফা। প্রথমবারের মতো তিন দেশের আয়োজনে ৪৮টি দেশ ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে।

ফিফা জানিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর থেকে টিকিট সংগ্রহের জন্য প্রাথমিক আবেদন করতে পারবেন ফুটবল প্রেমিকরা। যা চালু থাকবে আগামী বছরের ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের দিন পর্যন্ত। ব্যাপক চাহিদার কারণে টিকিট বিক্রির প্রক্রিয়া ধাপে ধাপে শেষ করা হবে।

বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে fifa.com/tickets-এ। ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করে ফিফা আইডি তৈরি করতে হবে। এরপরই প্রাথমিক আবেদন করতে হবে ক্রেতারা।

এদিকে টিকিট ক্রয়ই অবশ্য মাঠে বসে খেলা দেখার জন্য যথেষ্ট হবে না। তার আগে বরং যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বাইরে থেকে যাওয়া সমর্থকদের প্রবেশের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। পরবর্তীতে সঙ্গে রাখতে হবে সেসব কাগজপত্র।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে ক্যাটাগরি ভিত্তিক ৩৫৩ ডলার থেকে ৭০৬ ডলার পর্যন্ত খরচ করতে হবে। যা বাংলাদেশি মুদ্রায় ৪২ হাজার থেকে প্রায় ৮৬ হাজার টাকা পর্যন্ত। গ্রুপ পর্ব ও শেষ ৩২ পর্বের টিকিটের দাম থাকবে ৮২ ডলার থেকে ২৫৯ ডলারের (৯ হাজার ৯০০ টাকা থেকে ৩১ হাজার ৪০০ টাকা) মধ্যে। 

শেষ ষোলো পর্বের ম্যাচ মাঠে বসে উপভোগ করতে গুনতে হবে ১১৮ ডলার থেকে ৩১৮ ডলার (১৪ হাজার ৩০০ টাকা থেকে ৩৮ হাজার ৫০০ টাকা)। আর কোয়ার্টার ফাইনালের ম্যাচর জন্য টিকিটপ্রতি খসাতে হবে ২৩৫ ডলার থেকে ৪৯৪ ডলার (২৮ হাজার ৫০০ টাকা থেকে ৫৯ হাজার ৯০০ টাকা)।

সেমিফাইনালের টিকিটের মূল্য নির্ধারণ কড়া হয়েছে ৪১২ ডলার থেকে ১ হাজার ১১৮ ডলার (৪৯ হাজার ৯০০ টাকা থেকে ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা)। আর ফাইনাল ম্যাচে মাঠে বসে দেখতে চাইলে গুনতে হবে ৭০৬ ডলার থেকে ১ হাজার ৮৮২ ডলার (৮৫ হাজার ৬০০ টাকা থেকে ২ লাখ ২৮ হাজার ৩০০ টাকা)।

এছাড়া ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজের মাধ্যমেও টিকিট বিক্রির পরিকল্পনা করেছে ফিফা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভেন্যু সিরিজ প্যাকেজের মাধ্যমে একক আয়োজক শহরে ৪ থেকে ৯ ম্যাচ উপভোগ করতে সর্বনিম্ন দাম ৮ হাজার ২৭৫ ডলার (১০ লাখ ৩ হাজার ৮০০ টাকা) খরচ করতে হবে।

এছাড়া বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কোনো নির্দিষ্ট একটি দলের সব ম্যাচ মাঠে বসে দেখতে চাইলে আপনাকে নিতে হবে ফলো মাই টিম সিরিজ প্যাকেজ। নির্দিষ্ট একটি দলের গ্রুপ পর্বের সব ম্যাচ (স্বাগতিক দল বাদে) দেখার খরচ পড়বে সর্বনিম্ন দাম ৬ হাজার ৭৫০ ডলার (৮ লাখ ১৮ হাজার ৯০০ টাকা)।

২০২৬ সালের ১১ জুন পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। চলবে ১৯ জুলাই পর্যন্ত। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল।