News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে-কখন?

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-07-27, 6:20am

8de516ce0c1ee8105ca9a75841b7aa9639c0cd18e0138539-522cbd1724570880c9f6f018731ccec81753575602.jpg




অনেক নাটকীয়তার পর অবশেষে প্রকাশিত হলো এশিয়া কাপের সূচি। সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯-২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট। আজ (২৪ জুলাই) এক বিবৃতিতে সূচি প্রকাশ করেছে এসিসি।

৮টি দল নিয়ে আয়োজিত হবে এবারের এশিয়া কাপ। অংশ নেয়া ৮ দলকে ভাগ করা হয়েছে দুটো। পাঁচ স্থায়ী সদস্য ছাড়া টুর্নামেন্টে অংশ নেবে হংকং, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। এ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে আছে ওমান এবং আরব আমিরাত। গ্রুপ বি'তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। 

বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। আর ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচ টাইগারদের।

ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ ১৪ সেপ্টেম্বর। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির যে অবনতি হয়েছে, তাতে এই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।   

৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে নামবে পর্দা। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোর। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে এই পর্বে।