News update
  • EC asks printing presses not to print election posters     |     
  • Protect your votes, conspiracies still on: Tarique to voters     |     
  • US ambassador warns of China's growing manufacturing dominance     |     
  • PKSF, BARC join hands to boost agricultural research and growth     |     
  • Govt Officials Barred From Backing ‘Yes’ or ‘No’ in Vote     |     

নাটকীয় জয়ে শীর্ষ দখল করলো পিএসজি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-12-14, 8:06am

er343242-bf72b9cc61d6f9f98ae79fb7080ed1311765677999.jpg




দুই দফায় দুই গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে জয় নিশ্চিত করতে হয়েছে প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি)। লিগ টেবিলের তলানির দল মেস বারবার ব্যবধান কমিয়ে ম্যাচে উত্তেজনা ছড়ালেও শিরোপাধারীদের আটকাতে পারেনি।


বিজ্ঞাপন


শনিবার (১৩ ডিসেম্বর) প্রতিপক্ষের মাঠে লিগ আঁর ম্যাচে ৩-২ গোলে জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে পিএসজি।


চোটে জর্জরিত দল নিয়েও ম্যাচের ৩১তম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন পর্তুগিজ ফরোয়ার্ড গন্সালো রামোস। ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ১৮ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড কতাঁ। তবে তিন মিনিটের ব্যবধানে একটি গোল শোধ করে মেসের দেমিনগেত।

বিরতির পর বদলি হিসেবে নামা দিজিরে দুয়ে ৬৩তম মিনিটে আবারও দুই গোলের লিড এনে দেন পিএসজিকে। কিন্তু ৮১তম মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন মেসের জিওর্জি। শেষ দিকে চাপ সৃষ্টি করলেও সমতা ফেরাতে ব্যর্থ হয় স্বাগতিকরা।

চোটের কারণে এই ম্যাচে উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি ও মার্কিনিয়োসকে পাননি পিএসজি কোচ লুইস এনরিকে। চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের হতাশা কাটিয়ে ঘরোয়া লিগে টানা দ্বিতীয় জয় পেল ফরাসি চ্যাম্পিয়নরা।

এই জয়ে ১৬ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে পিএসজির সংগ্রহ ৩৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লঁস, যারা রোববার নিসের বিপক্ষে জিতলে শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারে।

অপরদিকে সমান ম্যাচে মাত্র ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৮তম স্থানে রয়েছে মেস।