News update
  • Net FDI in BD jumps over 200 percent in Q3 of 2025: BIDA     |     
  • Quilt makers race against time as severe cold grips Lalmonirhat     |     
  • Dhaka's air quality turns ‘very unhealthy’ on Monday     |     
  • Rohingya Pin Hopes on UN Genocide Hearing for Justice     |     
  • Trump Says Open to Meeting Venezuela’s Interim Leader     |     

জোড়াতালির বগিতে ঈদযাত্রার প্রস্তুতি

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-03-08, 10:35am

werewrwe-efa143a6e90b8dbe9353402c74a91d541741408542.jpg




দীর্ঘদিনের ব্যবহার অনুপযোগী ১০৫টি জরাজীর্ণ ও আগুনে পুড়ে যাওয়া বগি মেরামত করে ঈদযাত্রায় রেলের বহরে যুক্ত করতে যাচ্ছে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ। এছাড়া ঢাকা ও আশপাশের রুটগুলোতে চালাতে দুটি বিশেষ ট্রেনের জন্য আরও ২০টি বগিও প্রায় প্রস্তুত।

সরেজমিনে দেখা যায়, রেলেওয়ের বিভিন্ন শেড এবং ডিপোতে পড়ে থাকা আগুনে পোড়া জরাজীর্ণ ও নষ্ট হয়ে যাওয়া বগিগুলোর স্থান এখন পাহাড়তলী ওয়ার্কশপ। কোথাও চলছে ওয়েল্ডিংয়ের মাধ্যমে বগিগুলো জোড়া দেয়ার কাজ। আবার কোথাও চলছে পাটাতন মেরামত। আবার কোথাও চলছে মেরামত হওয়া বগিগুলোকে রঙ দিয়ে একেবারে চকচকে করার বিশাল কর্মযজ্ঞ।

পাহাড়তলী ওয়ার্কশপের সহকারী কর্ম ব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, অধিকাংশই রেলই চলাচলের অনুপোযোগী। বেশিরভাগেই পাটাতন, জানালা নষ্ট হয়ে গেছে। এ ধরনের রেলগুলোকেই যাত্রীসেবার উপযোগী করতে কাজ চলছে।

পাহাড়তলী ওয়ার্কশপের কর্মচারী (এসএস ফিটার) জামাল হোসেন বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে সমানতালে সব খাতে কাজ চলছে। শ্রমিকরা দিনরাত পরিশ্রম করছে। দ্রুতগতিতে কাজ চলছে।

আসন্ন ঈদে রেলযাত্রার বহরে যুক্ত করতে ফেব্রুয়ারি এবং মার্চ দুই মাসে অন্তত ৯০টি বগি মেরামতের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে এখানে। অবশ্য চলতি বছরের জানুয়ারি থেকে রেকর্ড ১৩০টি বগি মেরামতের কাজ হয়েছে এই ওয়ার্কশপে। এরই মধ্যে ৫০টি বগি মেরামত শেষ করে বহরে যুক্ত করে দেয়া হয়েছে। বাকিগুলোরও মেরামত কাজ চলছে সমানতালে।

পাহাড়তলী ওয়ার্কশপের ইনচার্জ মিলাদ আলী খন্দকার বলেন, ঈদ উপলক্ষে ৯০টি বগি মেরামতের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছি। রেলকে সচল করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে। যাতে স্বস্তিতে বাড়ি ফিরতে পারে মানুষ।

একই সঙ্গে ঈদযাত্রায় ঢাকার আশপাশের রুটে চালাতে দুটি বিশেষ ট্রেনের জন্য দুটি পাওয়ার কার এবং ২০টি বগিও প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে। নানামুখী সংকট থাকলেও ২০ থেকে ২৪ মার্চের মধ্যে বগি মেরামত কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, ইতোমধ্যে প্রায় ৬০ শতাংশ বগির কাজ সম্পন্ন হয়েছে। বাকি কোচগুলোর কাজও প্রায় শেষের দিকে। ২০ থেকে ২৪ মার্চের মধ্যে সবগুলো কোচ যাত্রী পরিবহনের জন্য বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

প্রতিবছর ঈদযাত্রায় রেলপথে যাত্রী চাপ বেড়ে যায় কয়েকগুণ। এই চাপ সামলাতে প্রয়োজন হয় অতিরিক্ত বগির। নষ্ট বগিগুলোকে মেরামত করে চলাচল উপযোগী করে তুলে রেলওয়ের ওয়ার্কশপগুলো। সময় সংবাদ