News update
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     

যে কারণে বন্ধ হয়ে গেল রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০ বিক্রি

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-05-07, 12:57pm

45w343434-24d095e251c9f2e4420190a86021750a1746601058.jpg




দীর্ঘদিন ধরেই ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড ক্লাসিক ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের জন্য মোটরসাইকেল প্রেমীদের মাঝে বেশ জনপ্রিয়। বাজারে রয়্যাল এনফিল্ডের ব্যাপক চাহিদা থাকলেও সম্প্রতি রয়্যাল এনফিল্ডের স্ক্র্যাম ৪৪০ মডেলটি বিক্রি বন্ধ করে দিয়েছে কোম্পানিটি। যার অন্যতম কারণ হচ্ছে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি। 

বাইকটি বাজারে আসার পর ব্যাপক জনপ্রিইয়তা পেয়েছিলো। কিন্তু মাত্র ৫ মাসের মাথায় ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় বাইকটি জনপ্রিয়তা হারাতে শুরু করেছে। ফলে বর্তমানে রয়্যাল এনফিল্ড কোম্পানি স্ক্র্যাম ৪৪০ মডেলটির বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষনা করেছে। 

জানা গেছে, রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০- মডেলটি ‘উডরাফ কী; নামের এক যান্ত্রিক ত্রুটির ফলে ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যার ফলে মোটরসাইকেলটি কিছুক্ষণ চলার পর বন্ধ করা হলে তা পুনরায় স্টার্ট করতে ব্যর্থ হচ্ছেন চালকরা। 

ইঞ্জিন চলাকালীন কোনো সমস্যা না হলেও যখন মোটরসাইকেলটি থামানো হয় এবং ইগনিশন বন্ধ করা হয়, তখন মোটরসাইকেলটির ইঞ্জিন আর স্টার্ট হয় না। এই সমস্যা গ্রাহকদের রাইডিং অভিজ্ঞতা এবং নিরাপত্তার ওপর প্রভাব ফেলছে। 

যদিও এই সমস্যার সম্মুখীন হয়েছে মোট বিক্রিত স্ক্র্যাম ৪৪০ মডেল মোটরসাইকেলের মাত্র ২ শতাংশ। তবুও গ্রাহকদের নিরাপত্তা এবং রাইডিং অভিজ্ঞতার কথা বিবেচনা করে রয়্যাল এনফিল্ড কোনো ঝুঁকি নিতে চায়নি। তাই রয়্যাল এনফিল্ড কোম্পানিটি স্ক্র্যাম ৪৪০ মডেলটির বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষনা করেছে। 

তবে খুশির খবর হলো ইতোমধ্যেই রয়্যাল এনফিল্ড কোম্পানিটি এই ত্রুটিপূর্ণ উপাদান প্রতিস্থাপনের জন্য নতুন উডরাফ কী পাঠানো শুরু করেছে, যা গ্রাহকদের মোটরসাইকেলে স্থাপন করা হবে। তবে সমস্যাটি সম্পূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত কোম্পানিটি স্ক্র্যাম ৪৪০-এর বিক্রি এবং বুকিং স্থগিত করেছে। কোম্পানি এখনও বুকিং এবং ডেলিভারি পুনরায় শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে সম্ভবত আগামী মাস থেকে এটি পুনরায় শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রয়েল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০ মডেলের স্পেসিফিকেশন

রয়েলয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০-এ রয়েছে একটি ৪৪৩ সিসি সিঙ্গেল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন, যা ৬,২৫০ আরপিএম-এ ২৫ হর্সপাওয়ার এবং ৪,০০০ আরপিএম-এ ৩৪ এনএম পিক টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনটি একটি ছয়-গতির গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। এই মোটরসাইকেলটি বাজারে ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার ৪০০ এক্স-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করে।আরটিভি