News update
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     
  • BB to appoint administrators to merge troubled Islami banks     |     
  • Bangladesh Bank allows loan rescheduling for up to 10 years     |     
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     

বিক্রয়-এর নতুন উদ্যোগ - মোটরগাইড বাংলাদেশ গাড়ি ও বাইকপ্রেমীদের জন্য নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-05-12, 3:51pm

img_20250512_154921-f37cc352d2c1ad9edfce6e8d98e955181747043470.png




বাংলাদেশের সবচেয়ে বড় ও বিশ্বস্ত অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় সম্প্রতি মোটরগাইড বাংলাদেশ নামে একটি নতুন অটোমোটিভ পোর্টাল চালু করেছে। নতুন এই অটোমোটিভ পোর্টালটি গাড়ি ও বাইক ক্রেতা-বিক্রেতা এবং আগ্রহীদের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে। দেশের মোটরযান বাজারের সম্প্রসারণের সাথে সাথে স্থানীয়ভাবে প্রাসঙ্গিক এবং নির্ভরযোগ্য তথ্যের চাহিদাও বাড়ছে। এই চাহিদা পূরণেই মোটরগাইড-এর যাত্রা।

গাড়ি, মোটরবাইক এবং অটো পার্টস সম্পর্কে আগ্রহীদের প্রয়োজনীয় সকল তথ্য দিবে ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম মোটরগাইড বাংলাদেশ। আপনি যদি একজন নতুন ক্রেতা, অভিজ্ঞ গাড়ি বা বাইকপ্রেমী, কিংবা মার্কেট যাচাইয়ে আগ্রহী বিক্রেতা হয়ে থাকেন, তবে মোটরগাইডে রয়েছে আপনার জন্য প্রয়োজনীয় সব তথ্য ও নির্দেশনা। পোর্টালটি বিশেষ করে বাংলাদেশি মার্কেটের জন্য তৈরি করা হয়েছে যেখানে থাকছে নতুন গাড়ির রিভিউ থেকে শুরু করে পারফরম্যান্স বিশ্লেষণ।

মোটরগাইডের অন্যতম বৈশিষ্ট্য এর উন্নত ফিল্টারিং সুবিধা। ব্যবহারকারীরা গাড়ির ব্র্যান্ড, মডেল, দাম, ধরন কিংবা ইঞ্জিন সিসি অনুসারে একাধিক ফিল্টার একসাথে ব্যবহার করেও পছন্দের বাইক বা গাড়ি রিভিউ খুঁজে পেতে পারেন। ফলে কমিউটার বাইক কিনতে চাইলে, এসইউভির তুলনা করতে চাইলে, কিংবা পছন্দের ব্র্যান্ডের নতুন ট্রিম সম্পর্কে ধারণা পেতে চাইলে আরও সহজে প্রয়োজনীয় ও মানসম্মত কনটেন্ট এখানে খুঁজে পাওয়া যাবে। 

মোটরগাইডের আরেকটি বড় সুবিধা হলো এটি বিক্রয়-এর বিশাল লিস্টিং ডেটাবেসের সঙ্গে সরাসরি সংযুক্ত। এর ফলে ব্যবহারকারীরা এক ক্লিকেই বিক্রয়যোগ্য গাড়ি, বাইক বা অটো পার্টসের অফার দেখতে পারবেন। এতে করে একজন ক্রেতা আরও আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে পারবেন এবং বিক্রেতারাও বুঝতে পারবেন বাজারের চাহিদা ও ট্রেন্ড কীভাবে পরিবর্তিত হচ্ছে।

বিক্রয়-এর হেড অব মার্কেটিং মো. আরিফিন হোসাইন বলেন, “মোটরগাইড শুধু আরেকটি রিভিউ সাইট নয়-আমরা এটি তৈরি করেছি একটি তথ্যনির্ভর, বিশ্বাসযোগ্য এবং ইউজার-ফোকাসড প্ল্যাটফর্ম হিসেবে। আমাদের বিশ্বাস, এই প্ল্যাটফর্মটি ক্রেতাদের স্মার্ট সিদ্ধান্ত নিতে এবং বিক্রেতাদের বাজারকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে।”

ইতোমধ্যেই মোটরগাইড বাংলাদেশ চালু হয়েছে এবং দেশের প্রতিটি বাইক বা গাড়িপ্রেমীর জন্য এটি হবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এবং অটোমোটিভ বিশ্বের সব খবর জানার এক নির্ভরযোগ্য সঙ্গী।