News update
  • CA Prof Yunus holding talks with 12 more political parties     |     
  • Meghna swells flooding Chandpur coasts; fish farmers hit hard     |     
  • Maritime ports asked to hoist local cautionary signal No. 3     |     
  • Death toll in Uttara jet crash now 34 as another child dies     |     

মার্কিন শুল্কনীতি নিয়ে আতঙ্কের কিছু নেই: শিল্প উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-07-26, 6:38am

img_20250726_063656-0ede9dfbdd06d434988014e9b748589b1753490326.jpg




অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আমেরিকার নতুন শুল্ক নীতি নিয়ে আতঙ্কের কিছু নেই। বাণিজ্য মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। 

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে নবম চামড়া ও চামড়াজাত পণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান বলেন, সরকার বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। 

দেশে প্রতি বছর ২৭ কোটি বর্গফুট চামড়া উৎপাদন হয় জানিয়ে তিনি আরও বলেন, এ সম্পদকে কাজে লাগিয়ে রপ্তানি বাড়াতে সরকার চেষ্টা করছে। 

উপদেষ্টা বলেন, বিশেষ করে নতুন বাজার সৃষ্টির ওপর জোর দেওয়া হচ্ছে। সাভার চামড়া শিল্প নগরীর সিইটিপির মান আগের চেয়ে উন্নয়ন হয়েছে।