News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

দুর্গাপূজায় পদ্মার ইলিশ চান কলকাতার ব্যবসায়ীরা

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-07-30, 7:32am

d1835a47d0460241114e3da987e5fc85c820154f87544713-a837c28a135f8a8102a2a434712b490e1753839146.jpg




এবারও দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ রফতানির আবেদন করেছে ভারতের ওয়েস্টবেঙ্গল ফিশ ইম্পোর্টারস অ্যাসোসিয়েশন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো আবেদনপত্রে গত বছর ইলিশ মাছ পাঠানোয় পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে কৃতজ্ঞতা জানান তারা।

বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ অতুলনীয়। তাই বাংলাদেশ ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে রয়েছে পদ্মার ইলিশের ব্যাপক চাহিদা। প্রতিবছর ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা, আসাম, উড়িশা রাজ্যের মাছ আমদানিকারকরা নিয়ম করে বাংলাদেশ সরকারের কাছে ইলিশ চেয়ে আবেদন করে।

এর ধারাবাহিকতায় এবারও দুর্গাপূজার আগে বাংলাদেশ সরকারের কাছে পদ্মার ইলিশ চেয়ে আবেদন করেছে ভারতের ওয়েস্টবেঙ্গল ফিশ ইম্পোর্টারস অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২৯ জুলাই) সংস্থাটির নিজস্ব প্যাডে এই আবেদন পাঠানো হয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে। পাশাপাশি গত বছর ইলিশ মাছ পাঠানোয় পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে ডক্টর মুহাম্মদ ইউনূসকে কৃতজ্ঞতা জানানো হয়।

গত বছরও এমন আবেদনের ভিত্তিতেই ২ হাজার ৪২০ টন ইলিশ রফতানির সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে ইলিশ ধরার নিষেধাজ্ঞার কারণে ৫৭৭ টন ইলিশ আমদানি করতে পেরেছিলেন ভারতীয় মাছ আমদানিকারকরা।

স্থানীয়দের চাহিদার কথা বিবেচনা করে ২০১২ সালের ৩১ জুলাই থেকে বিদেশে ইলিশ রফতানি নিষিদ্ধ করে বাংলাদেশ সরকার। যদিও ২০১৯ সাল থেকে দুর্গা পুজার আগে বিশেষ ব্যবস্থাপনায় ইলিশের বাণিজ্যিক চালানে সম্মতি দিয়ে আসছে বাংলাদেশ সরকার।