রক্ষণাবেক্ষণের কাজ শেষে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা পুনরায় চালু হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সার্ভার চালুর কথা গণমাধ্যমকে জানান কমিশনের এনআইডির সিস্টেম ম্যানেজার আশরাফ হোসেন।
তিনি বলেন, এনআইডি সেবা পাওয়া যাচ্ছে। মাঝেমধ্যে রক্ষণাবেক্ষণের দরকার পড়ে। যার কারণে সার্ভার বন্ধ করা হয়ে থাকে।
এর আগে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) হুমায়ুন কবীর সংবাদমাধ্যমকে জানান, নিরাপত্তার জন্য মঙ্গলবার সকাল থেকেই সার্ভার বন্ধ রাখা হয়েছে। সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকায় এনআইডিসংক্রান্ত সব সেবা বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।
গত ১৪ আগস্ট সাইবার হামলার শঙ্কায় রাত ১২টায় এনআইডি সার্ভার বন্ধ করা হয়েছিল। টানা ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর ১৬ আগস্ট দুপুর আড়াইটায় আবার চালু করা হয়।
সবশেষ, ২০২২ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন। তথ্য সূত্র আরটিভি নিউজ ।