News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

ইতিহাস গড়তে মহাকাশে যাচ্ছেন পপ তারকা কেটি পেরি

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-03-01, 2:44pm

erewrerqeq-17e78f4fbb0a6fea9ed4273a5b27ae8d1740818645.jpg




মার্কিন পপ তারকা কেটি পেরি। এবার ইতিহাসের পাতায় নাম লেখাতে মহাকাশ অভিযানে অংশ নিতে যাচ্ছেন। জেফ বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিনের রকেটে যাত্রা করবেন তিনি। তবে একা নন, তার সঙ্গে থাকছেন আরও পাঁচজন নারী অভিযাত্রী। বিশেষ এই মিশনের নেতৃত্বেও থাকবেন কেটি পেরি।

বিবিসি জানায়, ব্লু অরিজিনের মতে, ১৯৬৩ সালে ভালেন্তিনা তেরেসকোভার ঐতিহাসিক মহাকাশ ভ্রমণের পর এটিই হবে প্রথম নারী-নেতৃত্বাধীন মহাকাশ মিশন। কেটির সঙ্গে এই অভিযানে অংশ নিচ্ছেন, জেফ বেজোসের বাগদত্তা লরেন সানতেজ জনপ্রিয় সঞ্চালক গেইল কিং, সাবেক নাসা বিজ্ঞানী আইশা বোয়ি, মানবাধিকারকর্মী অ্যামান্ডা গুয়েন এবং  চলচ্চিত্র প্রযোজক ক্যারিয়ান ফ্লিন। 

চলতি বছরেই ব্লু অরিজিনের এনএস-৩১ মিশনটি মহাকাশের পথে রওনা দেবে। কেটি পেরি আগামী ২৩ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত বিশ্ব কনসার্ট ট্যুরে ব্যস্ত থাকবেন, তাই ধারণা করা হচ্ছে এর আগেই এই মহাকাশ অভিযান সম্পন্ন হবে।

এক বিবৃতিতে ব্লু অরিজিন জানায়, এত বড় একটি মিশনে নেতৃত্ব দিতে পেরে কেটি পেরি নিজেকে গর্বিত মনে করছেন। কেটি নিজেও আশা প্রকাশ করেছেন, এই অভিযান পরবর্তী প্রজন্মের নারীদের মহাকাশ গবেষণায় অংশ নিতে অনুপ্রাণিত করবে।

প্রসঙ্গত, ৪০ বছর বয়সী কেটি পেরি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় পপ তারকা। ২০০১ সালে ক্যারিয়ার শুরুর পর থেকে তিনি পাঁচবার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ও পাঁচবার বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস জিতেছেন। তার সর্বশেষ স্টুডিও অ্যালবাম ‘১৪৩’ প্রকাশিত হয় গত বছর, যদিও এটি তেমন সাড়া ফেলতে পারেনি। আরটিভি