News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

বদলে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম

বিজ্ঞান ও প্রযুক্তি 2025-03-03, 6:29pm

ewrewrqerq-12da3f8a3cae86995f866df0dbd89a081741004979.jpg




বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে দেশের একমাত্র এই স্যাটেলাইটটি বাংলাদেশ স্যাটেলাইট-১ হিসেবে পরিচিত হবে।

সোমবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন।

এ অবস্থায় পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল।