News update
  • Enforced Disappearances Commission gets 3.5 months more time     |     
  • July protest raid: JU expels 289 pupils, suspends 9 teachers      |     
  • Govt lowers import duties on fruits for Ramadan     |     
  • Israel Strikes Gaza, Rescuers Report 121 Killed     |     
  • Online train tickets vanish in blink in black market fiasco     |     

৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির স্মার্টফোনের ভিভো ভি৫০ ফাইভজি

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-03-17, 12:41pm

4tw535-52abff09c84dd21526c13c3f48ee47fc1742193681.jpg




সারাদিন নির্বিঘ্নে প্রফেশনাল ফটোগ্রাফি, স্ট্রিমিং এবং গেমিং-এর মতো সুবিধাসহ শক্তিশালী ব্যাটারি ও স্টাইলিশ ডিজাইনের ভিভো ভি৫০ ফাইভজি স্মার্টফোনের ফার্স্ট সেল শুরু হয়ে গেছে। ৬০০০ এমএএইচ  ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জিং প্রযুক্তি সম্পন্ন এ ফোনটি কিনলেই পাওয়া যাচ্ছে নিশ্চিত উপহার। সাথে আরও পাচ্ছেন মোবাইল ইন্স্যুরেন্সের সুবিধাও। 

ভিভো ভি৫০ ফাইভজি স্মার্টফোনটির ৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির কারণে ব্যাটারি পারফরম্যান্সের দিক থেকে এটি অন্যান্য ফোনের থেকে আলাদা। এতে অত্যাধুনিক সিলিকন-কার্বন অ্যানোড প্রযুক্তি ব্যবহার করায় এতটা পাওয়ারফুল ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি দেখতে আকর্ষণীয়ভাবে স্লিম ও স্টাইলিশ। এছাড়া সারাদিনের ব্যস্ততার মাঝে দ্রুত ফোন চার্জ দিতে ভিভো ভি৫০ ফাইভজি ফোনে আছে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। ফলে মাত্র ১০ মিনিট চার্জ দিয়েই ৬ ঘণ্টা ফোনকল এবং ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব প্লে-ব্যাক চালানো সম্ভব হয়। 

এদিকে ফোনটিতে ব্লুভোল্ট ব্যাটারি সিস্টেম এবং এআই স্লিপ মোড থাকার কারণে একবার ফুল চার্জ দিলে সকাল থেকে রাত পর্যন্ত ফোন ব্যবহার করা যায়। ব্যাকগ্রাউন্ডের অপ্রয়োজনীয় অ্যাপ চলা বন্ধ করে এটি ফোনের ব্যাটারি পাওয়ার সাশ্রয় করে। পাশাপাশি ভিভোর উন্নত প্রযুক্তি এবং ব্যাটারি হেলথ অ্যালগরিদম ৪ বছর পর্যন্ত টেকসই পারফরম্যান্স নিশ্চিত করে। অর্থাৎ, শুধুমাত্র সারাদিন-ই নয় একটি লম্বা সময় ধরে চিন্তা করতে হবে না ফোনটির ব্যাটারি পারফরম্যান্স নিয়ে।

জাইসের সাথে যৌথ গবেষণা ও উন্নয়ন এর মাধ্যমে ভিভোর নতুন এ স্মার্টফোনে যুক্ত হয়েছে উন্নত ক্যামেরা প্রযুক্তি। ফোনটির সামনে ও পেছনের সব ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, যার মধ্যে ৫০ এমপি জাইস ওআইএস মেইন ক্যামেরা ১/১.৫৫" সুপার-সেন্সিটিভ সেন্সর দিয়ে আলো দারুণভাবে ধরে রাখে। ফোনটিতে রয়েছে জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট ফিচার, যা দিয়ে ২৩ মি.মি., ৩৫ মি.মি. ও ৫০ মি.মি. ফোকাল লেন্থে শট নেওয়ার সুযোগ থাকায় ছবিতে আসে প্রিমিয়াম ও প্রফেশনাল লুক। ফোনটিতে বিদ্যমান সিআইপিএ ৪.০ ডিএসএলআর লেভেলের স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি, এআই অরা লাইট পোর্ট্রেট, ফোর কে ভিডিও রেকর্ডিং এবং বিভিন্ন এআই ফিচারের মাধ্যমে ফটোগ্রাফিতে দিবে এক নতুন অভিজ্ঞতা।

প্রসেসর হিসেবে ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন® ৭ জেন ৩, যা আগের তুলনায় দ্রুততর এবং শক্তিশালী। ফানটাচ ওএস ১৫ ভিভো ভি৫০ ফাইভজি ফোনকে ৬০ মাস পর্যন্ত দ্রুত পারফরম্যান্স নিশ্চিত করে। এর ফলে গেমিং, মাল্টিটাস্কিং বা ছবি-ভিডিওতে এডিটিং, সবকিছুই হবে ঝটপট এবং নিরবচ্ছিন্ন। 

ভিভো ভি৫০ ফাইভজি স্মার্টফোনটিতে রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট এবং ওয়াটার রেসিস্টেন্স, যা ফোনটিকে পানি এবং ধুলাবালি থেকেও সুরক্ষিত রাখে। এছাড়াও স্মার্ট ফিচারের মধ্যে রয়েছে গুগল জেমিনি এআই, এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, সার্কেল টু সার্চ এবং লাইভ টেক্সট — যা অডিওকে টেক্সটে রূপান্তর থেকে শুরু করে ভাষা অনুবাদ এবং স্ক্রিনে থাকা তথ্য সহজেই খুঁজে দিতে সক্ষম। এ ফোনের আলট্রা স্লিম ফোরডি ইনফিনিটি কার্ভড স্ক্রিন দেয় ব্যবহারের সময় আরামদায়ক অনুভূতি। 

স্ট্যারি ব্লু এবং স্যাটিন ব্ল্যাক, এই দুই প্রিমিয়াম রঙে এসেছে স্মার্টফোনটি। যেখানে স্ট্যারি ব্লু সংস্করণে প্রথমবারের মতো হলোগ্রাফিক প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। ফলে খালি চোখেই থ্রিডি ইফেক্ট তৈরি করতে পারে এটি।  

১৬ মার্চ থেকে শুরু হওয়া ফার্স্ট সেলের অফারে ভিভো ভি৫০ ফাইভজি কিনলেই গিফট হিসেবে ভিভো দিচ্ছে রিরো ডব্লিউ১ প্রো (মূল্য ৪,৭৯৯ টাকা) ও পোস্ট কার্ড। এছাড়াও মোবাইল ইন্স্যুরেন্সের (মূল্য ১,৯৯৯ টাকা) সুবিধাটি পাওয়া যাবে সম্পূর্ণ এক বছরের জন্য। ৬২,৯৯৯ টাকায় পাওয়ারফুল ব্যাটারির এ ফোন পাওয়া যাচ্ছে ভিভোর অফিসিয়াল ই-স্টোর অথবা যে কোনো অথরাইজড শপে।