News update
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     

মন জয় করছে ভিভো ভি৫০ লাইট

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-04-28, 6:16pm

ty45645-26ea0176eaf4301bf744ea935e2b622e1745842596.jpg




বর্তমানে একটি স্মার্টফোনের সফলতা শুধু ভালো স্পেসিফিকেশনের ওপর নয়, বরং ব্যবহারিক অভিজ্ঞতার ওপরও নির্ভর করে। সেদিক থেকে স্মার্টফোনের দুনিয়ায় ভিভো ভি৫০ লাইট ইতিমধ্যেই বিশেষ স্থান করে নিয়েছে। মাত্র তিন দিনে গ্রাহকদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করলেই স্পষ্ট হয়ে ওঠে, নতুন এ ফোনটির স্লিম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফের নিখুঁত সমন্বয়ে এটি যে ব্যবহারকারীদের আস্থা অর্জন করতে শুরু করেছে।

আল্ট্রা স্লিম ডিজাইনে স্টাইলের নতুন মানদন্ড

দেখতেই চোখে পড়ার মত ডিজাইনে তৈরি হয়েছে ভিভো ভি৫০ লাইট। মাত্র ৭.৭৯ মিমি পুরুত্ব এবং ১৯৬ গ্রাম ওজনের এই ফোনটি দেখতে যেমন পাতলা, তেমনি দেয় প্রিমিয়াম লুক। শক্তিশালী ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি থাকার পরেও ফোনটি শুধু স্লিম নয়, হাতে নিতেও আরামদায়ক। এর হাই-গ্লস ফিনিশড মেটাল ফ্রেম একদিকে যেমন লুকের জন্য দুর্দান্ত, তেমনি ব্যবহারকারীকে দেয় একটি স্টাইলিশ অনুভূতি। মরুভূমির গোধূলির আলোর মত উষ্ণ টাইটেনিয়াম গোল্ড এবং রহস্যময় কিন্তু আভিজাত্যের ছোঁয়ায় ফ্যান্টম ব্ল্যাক রঙের ভিভো ভি৫০ লাইট নজর কাড়ছে সবার।

সনির আইএমএক্স৮৮২ সেন্সরের ক্যামেরায় পারফেক্ট শট 

ভিভো ভি৫০ লাইটে রয়েছে সনি আইএমএক্স৮৮২ সেন্সরের পারফেক্ট টাচ, সঙ্গে অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তি যা কম আলোতেও স্টুডিও-গ্রেড ছবি তোলে। এই ক্যামেরা প্রযুক্তি সব ধরনের পরিবেশে ফটোগ্রাফির অভিজ্ঞতাকে করে আরও উন্নত। সেলফি প্রেমীদের জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের আলট্রা ক্লিয়ার ফ্রন্ট ক্যামেরা। পছন্দের ছবিকে নিখুঁত করতে আছে এআই ইরেজ ২.০ ফিচার, যা দিয়ে মুছে ফেলা যায় ছবিতে থাকা যেকোনো অনাকাঙ্ক্ষিত বস্তু। 

ব্লু লাইট আই কমফোর্ট স্ক্রিনে উন্নত ডিসপ্লে

উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ভি৫০ লাইট। অত্যন্ত সরু বেজেল, ৬.৭৭ ইঞ্চির এফএইচডি+ এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে ও পো-লেড ২.৫ডি ফ্ল্যাট স্ক্রিনের কারণে ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স হয় উন্নত। ফলে যেকোনো আলোতেই ভিডিও দেখা বা গেম খেলা হয়ে ওঠে আরও উপভোগ্য ও প্রাণবন্ত। চোখের সুরক্ষার জন্য এতে আছে এসজিএস লো লাইট সার্টিফিকেশন ও ১২০ হার্জ ব্লু লাইট আই কমফোর্ট স্ক্রিন। ফলে দীর্ঘ সময় ফোন ব্যবহার করলেও চোখে কোনো অস্বস্তি সৃষ্টি করবে না। 

৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারিতে প্রোডাক্টিভ লাইফ

ব্যস্ত জীবনে চার্জের চিন্তা দূরে রাখতে ভিভো ভি৫০ লাইট দিচ্ছে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা একবার চার্জেই সারাদিন চলতে পারে। ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তিতে দ্রুত চার্জ হয় ফোনটি, আর রিভার্স চার্জিং সুবিধায় অন্য ডিভাইসেও চার্জ দেওয়া যায়। এতে ইউটিউবে ২৭ ঘণ্টার বেশি ভিডিও দেখা ও ১০ ঘণ্টার বেশি গেম খেলা সম্ভব। এমনকি ১% ব্যাটারিতেও ২৬ মিনিট কথা বলা যায়, আর ৫ বছর পরেও ৮০% ব্যাটারি ক্ষমতার নিশ্চয়তা দিচ্ছে ফোনটি।

এক্সট্রা ডিউরেবিলিটির সাথে স্মুথ এক্সপেরিয়েন্স

প্রতিদিনের ব্যবহারে স্মুথ এবং ঝামেলামুক্ত এক্সপেরিয়েন্স দিতে ভিভো ভি৫০ লাইটে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। এতে রয়েছে মিলিটারি-গ্রেড সুরক্ষা এবং ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স, যা ফোনটিকে আরও টেকসই করে তোলে। ধুলোবালি এবং পানি থেকে সুরক্ষা নিশ্চিত করে ফোনটির আইপি৬৫ রেটিং।

তাহলে দেরি না করে আজই কিনে ফেলতে পারেন স্লিম ডিজাইন, শক্তিশালী ব্যাটারি, উন্নত ক্যামেরা এবং টেকসই পারফরম্যান্সের পারফেক্ট স্মার্টফোনটি। ভিভো ভি৫০ লাইট হয়ে উঠতে পারে আপনার জন্যও আদর্শ পছন্দ।