News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

আজ থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ, তালিকায় আপনারটি নেই তো?

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-06-01, 12:39pm

454353523-eba9ca8cd3bd6a149427512416a2fcbe1748759944.jpg




এবার গ্রাহকদের তথ্য-উপাত্তের নিরাপত্তার স্বার্থে আরও একবার বড় সিদ্ধান্ত নিলো হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ এবার বন্ধ করে দিচ্ছে বেশ কিছু পুরোনো মডেলের মোবাইল ফোনে তাদের পরিষেবা। এর আগে মে মাসে হোয়াটসঅ্যাপ থেকে পরিষেবা বন্ধের ঘোষণা দেওয়া হলেও, পরে তা জুনে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (৩১ মে) মেটার পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়, ১ জুন ২০২৫ থেকে অ্যানড্রয়েড ৫.০ এবং তার আগের ভার্সন ও iOS ১৫ এবং তার নিচের ভার্সন ব্যবহারকারীরা আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। আপনার শখের মুঠোফোনটি এই তালিকায় নেই তো? চলুন দেখে নেওয়া যাক:

যেসব মডেলে হোয়াটসঅ্যাপ আর চলবে না-

আইফোন ৫এ

আইফোন ৬

আইফোন ৬ প্লাস

আইফোন ৬এস

আইফোন ৬এস প্লাস

আইফোন এসই (ফার্স্ট জেনারেশন)

স্যামসাং গ্যালাক্সি এস৪

স্যামসাং গ্যালাক্সি নোট ৩

সনি এক্সপেরিয়া জেড১

এলজি জি২

হুয়াওয়ে অ্যাসেন্ড পি৬

মোটো জি (প্রথম প্রজন্ম)

মটোরোলা Razr HD

মোটো ই (২০১৪)

তবে ফোন বদলানোর আগে অবশ্যই দেখে নিন সফটওয়্যার আপডেটের কোনো অপশন রয়েছে কি না। যদি থাকে, তবে iOS ১৫.১ বা Android ৫.১ ও তার ওপরের ভার্সন আপডেট করলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, সুরক্ষিত ডেটা রাখতে ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত সফটওয়্যার আপডেটের সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাপের আপডেট চালানো হয়। আর যেসব ফোনে এই আপডেট আর পাওয়া যাচ্ছে না, সেসব ফোনে সার্ভিস বন্ধ করে দেওয়া হবে।