News update
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

খুলনায় ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2025-07-26, 7:34pm

img_20250726_193241-1c2bb7e1185b109674dd2c0ffefd8f2f1753536856.jpg




খুলনায় ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সুন্দরবন ডেল্টা ঘিরে গঠিত ‘সুন্দরবন ডেল্টা গ্রোথ ইনিশিয়েটিভ’ (এসডিজিআই)। আন্তর্জাতিক সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করছে আরব কন্ট্রাক্টর-ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়াম।

শনিবার (২৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে প্রকল্পটি ঘোষণা করেন এসডিজিআইয়ের চেয়ারম্যান মোহাম্মদ আলী আসগর লবী।

তিনি বলেন, খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ নিয়ে গঠিত এই অঞ্চল হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম গ্রিন ইন্ডাস্ট্রিয়াল করিডর। এই প্রকল্পের প্রথম ধাপে বাস্তবায়ন করা হচ্ছে ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এসডিজিআই চেয়ারম্যান আরও বলেন, এই প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, টেকসই উন্নয়নের রূপরেখাও দেখাবে। পরিবেশ, কর্মসংস্থান, কার্বন নিঃসরণ—সবই আমরা একসঙ্গে বিবেচনায় নিয়েছি। এই প্রকল্পের মাধ্যমে খুলনাকে কেন্দ্র করে গড়ে উঠবে এক আধুনিক, পরিবেশবান্ধব শিল্পভিত্তিক অর্থনীতি। থাকবে ক্লিন পোর্ট ম্যানেজমেন্ট, স্মার্ট লজিস্টিকস ও গ্রিন ম্যানুফ্যাকচারিং ব্যবস্থা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আরব কন্ট্রাক্টর-ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রতিনিধি ঝাং শিয়াওডং এবং লি গ্যাং, স্থানীয় ব্যবসায়ী এবং উন্নয়ন বিশেষজ্ঞরা। আরটিভি