ঘূর্ণিঝড় মুলান ক্রমেই অগ্রসর হওয়ায় চীন বুধবার হলুদ সতর্কবার্তা জারি করেছে। চলতি বছরে সৃষ্ট এটি সপ্তম ঘূর্ণিঝড়। আজ দিনের মধ্যে দেশটির হাইনান ও গুয়াংদং প্রদেশের উপকূলীয় এলাকায় ঝড়টি আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর সিনহুয়া’র।
জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, বুধবার স্থানীয় সময় ভোর পাঁচটায় মুলানের অবস্থান গুয়াংদং প্রদেশের ঝানজিয়াং নগরীর প্রায় ২২০ কিলোমিটর দূরে লক্ষ্য করা যায়। এ সময় প্রতি সেকেন্ডে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতি ছিল ২৩ মিটার।
আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়, মুলান প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে। এর প্রভাবে গুয়াংদং, গুয়াংঝি ও হাইনানে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়া কেন্দ্র বিভিন্ন জাহাজ ও নৌযানকে বন্দরে থাকার পরামর্শ দিয়েছে। এদিকে ব্যাপক বন্যা এবং ভূতাত্ত্বিক দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট এলাকায় পদক্ষেপ গ্রহণের পরামর্শও দেয়া হয়। তথ্য সূত্র বাসস।