News update
  • NCC for referendum, after July Charter order promulgation     |     
  • World Enters New Era of Climate Action, Urgent Steps Needed     |     
  • Israel Accused of Four Genocidal Acts in Gaza, UN Told     |     
  • BNP rejects Consensus Commission’s call for pre-poll referendum     |     
  • At Least 64 Killed in Deadly Rio Drug Gang Raids     |     

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে মুসলিম লীগের দোয়া অনুষ্ঠিত

বিপর্যয় 2023-02-09, 4:46pm

adv-badruddoza-suja-president-and-adv-kazi-abul-khair-secretary-general-of-muslim-league-f58c5b3691ba589c766aebffecd719da1675939589.jpg

Adv Badruddoza Suja, president and Adv Kazi Abul Khair, secretary general of Muslim League



ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পে গত সোমবার তুরস্ক ও সিরিয়ায় নিহত নাগরিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দোয়া মহফিলের আয়োজন করেছে বাংলাদেশ মুসলিম লীগ।

আজ (০৯ ফেব্রুয়ারি ২০২৩) বাদ যোহর দলীয় কার্যালয়ে রাষ্ট্রীয় শোক ঘোষণার অংশ হিসাবে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দলীয় নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, সহ সভাপতি নজরুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান ও কাজী এ এ কাফী, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, কেন্দ্রীয় নেতা এড. হাবিবুর রহমান ভূঁইয়া, আব্দুল আলিম, নূরে আলম প্রমুখ।

নেতৃবৃন্দ রাষ্ট্রীয় শোক ঘোষণায় ও উদ্ধার কাজে অংশগ্রহণের জন্য প্রতিনিধি দল প্রেরণের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশ মুসলিম লীগ মহাসচিব কাজী আবুল খায়ের, সরকার ও দেশের ঔষধ প্রস্তুতকারক ও রফতানীকারকদের কাছে জরুরী সহায়তা হিসাবে তুরস্ক ও সিরিয়ায় ঔষধ সামগ্রী প্রেরণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। - প্রেস বিজ্ঞপ্তি।