News update
  • UN Chief Urges Urgent Global Action for Peace Amid Conflicts     |     
  • LDC graduation: Businesses urge BNP to seek 3-year deferment     |     

বান্দরবানের ঝুঁকিপূর্ণ স্থান থেকে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2023-08-11, 11:34pm

resize-350x230x0x0-image-235299-1691771461-6078cdced13f0261973329b9d5e567bb1691775244.jpg




বান্দরবানে পাহাড়ের পাদদেশে ও নদীভাঙন এলাকায় বসবাসকারীদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) শাহ মোজাহিদ উদ্দিন।

শুক্রবার (১১ আগস্ট) জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

মোজাহিদ উদ্দিন জানান, স্মরণকালের ভয়াবহ বন্যায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবান জেলার অধিকাংশ জনগণ। সবশেষ তথ্য পাওয়া পর্যন্ত জেলায় পাহাড়ধসে ১০ জন নিহত, ১৫ হাজার ৮০০ পরিবারের প্রায় ৬০ হাজার জনগণ ক্ষতিগ্রস্ত, তিন হাজার ৫৭৮টি পরিবারের প্রায় ১৫ হাজার জনগণ আংশিক ও আট হাজার ২৫৩ হেক্টর ফসলি জমি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। বান্দরবান সদরে মধ্যমপাড়া আহম্মদ্যার কলোনি এলাকার সাঙ্গু নদীর তীর এলাকায় নদীভাঙনে একটি দোতলা বাড়ি ও সাতটি কাঁচাঘর নদীগর্ভে বিলীন হয়েছে।

তিনি বলেন, প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও সহায়তা দেওয়া হচ্ছে। তবে, এ পর্যন্ত যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই পাহাড়ের পাদদেশে বসবাসকারী। তাই, জেলায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী সবাইকে নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানাচ্ছি। তথ্য সূত্র আরটিভি নিউজ।