News update
  • NCP Vows to Contest All 300 Seats in Upcoming Polls     |     
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     

রাত থেকে ভোর পর্যন্ত তাণ্ডব চালাবে শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2024-10-23, 9:58am

a165e27b3d4e3f03449d9d63691ce63a435423aed05c523e-87c7c77eb5031ed133042a2b041c3d561729655894.jpg




বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বুধবারের (২৩ অক্টোবর) মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডানায়’ রুপ নিতে পারে। এটি বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে শুক্রবার (২৫ অক্টোবর) ভোরের মধ্যে ভারতের ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যবর্তী অংশে আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার হতে পারে।

ভারতীয় আবহাওয়া অধিদফতরের (আইএমডি) বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিন্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই রাজ্যে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, ওড়িশা ও পশ্চিমবঙ্গ সরকার উপকূলীয় জেলাগুলোতে স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এবং ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন এলাকাগুলোর বাসিন্দাদের শতভাগ সরিয়ে নেয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

আবহাওয়া অধিদফতর পূর্বাভাস দিয়েছে, চলতি সপ্তাহে ঘূর্ণিঝড় ওড়িশা-পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানবে। তবে নির্দিষ্ট কোন স্থলভাগে আছড়ে পড়বে তা এখনও জানা যায়নি।

আইএমডি জানিয়েছে, এই নিম্নচাপটি ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর ভোরের মধ্যে পুরী এবং সাগর দ্বীপের মধ্যবর্তী অংশ দিয়ে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উত্তর উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় থাকবে ১০০-১১০ কিমি। ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। তথ্য সূত্র সময় সংবাদ।