News update
  • UN Warns Gaza Fuel Crisis Threatens Humanitarian Collapse     |     
  • WHO’s Saima Wazed placed on indefinite leave amid graft probe     |     
  • UNRWA Commissioner-Gen. on Gaza: 800 starving people killed     |     
  • 150,000 Rohingya flee to BD amid renewed Myanmar violence     |     
  • Scrap trader hacked, stoned dead: 2 Jubo Dal men expelled      |     

৩ হাজার কুকুরকে ভ্যাকসিন দেওয়া শুরু

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2022-11-14, 10:27am

resize-350x230x0x0-image-198896-1668394033-fbd8605756b60d3c864cf34299069e381668400043.jpg




মোংলায় জলাতঙ্ক নির্মূলে কুকুরকে ইন-অ্যাক্টিভেটেড র‌্যাবিস ভাইরাস ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে পৌরশহর ও উপজেলার ছয়টি ইউনিয়নে এ ভ্যাসকিন পুশ করা হয়।

সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সুব্রত মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার সকাল থেকে ভ্যাসকিন পুশ করা কার্যক্রম শুরু হয়েছে। পৌরসভায় তিনটি ও ছয়টি ইউনিয়নে ১৮টিম কুকুরকে ভ্যাকসিন দেওয়ার কাজ করছেন। একইসঙ্গে ভ্যাকসিন পুশ করা কুকুরের শরীরে লাল রং দিয়ে চিহ্নও দিয়ে দিচ্ছেন তারা।



এ বিষয়ে টেকনোলজিস্ট (ইপিআই) সুব্রত মণ্ডল জানান, আগামী ১৭ নভেম্বর পর্যন্ত ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলবে। এ কারণে পাবনা থেকে ৪৬ জন অভিজ্ঞ ডগ ক্যাচারকে আনা হয়েছে। তবে কুকুরের শরীরে পুশ করা এ ভ্যাকসিনের কার্যকারিতা থাকবে পরবর্তী ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত।

তিনি আরও জানান, প্রায় তিন হাজার কুকুরকে ভ্যাকসিন দেওয়ার টার্গেট নিয়ে কাজ শুরু করা হচ্ছে। আমাদের কাছে ৩ হাজার ১০০ ভ্যাকসিন মজুত রয়েছে। কুকুরকে ভ্যাকসিন দেওয়ার এ কার্যক্রম সর্বশেষ হয়েছিল ২০১৯ সালে। এরপর করোনার কারণে তা বন্ধ ছিল। এখন ফের শুরু হয়েছে। তবে এক বছর পর আবারও এ কার্যক্রম পরিচালনা করা হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।