News update
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     
  • BNP strikes polls deal with 7 more partners, reserves 8 seats     |     

বৃষ্টি ঘটাতে মেঘের ওপর খবরদারি আরব আমিরাতের

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2023-01-03, 9:48am

resize-350x230x0x0-image-205677-1672676481-356e93aa89b3858e956944c440ea6bb11672717688.jpg




সংযুক্ত আরব আমিরাতের মতো মরুপ্রধান দেশে যথেষ্ট বৃষ্টিপাত ঘটে না। কৃত্রিম পদ্ধতিতে বৃষ্টির ব্যবস্থা করে সেই ঘাটতি পূরণের চেষ্টা চলে আসছে৷ এক সুইডিশ পাইলট সেই বিশাল কর্মযজ্ঞে অংশ নিচ্ছেন।

৪৮টি লবণের কার্তুজ ব্যবহার করে আন্ডার্স মার্ড মেঘের কান্নার ব্যবস্থা করতে পারেন। বৃষ্টিপাত ঘটানোই তার পেশা। আজ পরিবেশ সেই কাজের জন্য বেশ অনুকূল৷

কাজ শুরু করার আগে তিনি শেষবার সব ঘুরে দেখেন৷ সংযুক্ত আরব আমিরাতের মেঘের মধ্যে টিকা দেওয়ার জন্য ৫৭ বছর বয়সী সুইডিশ এই ব্যক্তির হাতে তিন ঘণ্টা সময় রয়েছে৷ বিষয়টি কিন্তু বেশ কঠিন৷

নিজের অতীতের কাজের উল্লেখ করে আন্ডার্স মার্ড বলেন, পেশাদারী জীবনের বেশির ভাগ সময়ে আমি যাত্রীদের সুবিধার স্বার্থে মেঘ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি বলে ক্লাউড সিডিং আমার মতো মানুষের জন্য কিছুটা অস্বাভাবিক৷ এখন আমি মেঘের মধ্যে বিমান ওড়াই না, মেঘের ঠিক সীমানায় থাকি৷ তবে বিমান বেশ কেঁপে ওঠে৷

আমিরাতে পানি অত্যন্ত বিরল সামগ্রী হলেও দুবাইয়ের মতো ঝকমকে জমজমাট শহরে বিপুল পরিমাণ পানি ব্যবহার করা হয়৷ নির্মাণশিল্পের রমরমাও এর অন্যতম কারণ৷ প্রতি বছর প্রায় আট লাখ মানুষ আমিরাতে থাকতে আসছেন৷ বেড়ে চলা তাপমাত্রা ও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া সত্ত্বেও সেই প্রবণতা বন্ধ হচ্ছে না৷

আবু ধাবির জাতীয় আবহাওয়াবিদ্যা কেন্দ্রে পার্থিব পদ্ধতি প্রয়োগ করে চেষ্টা চালানো হচ্ছে৷ আহমেদ আল কামালি তার টিমকে আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ তথ্য দিয়ে মেঘের গতিপ্রকৃতি সম্পর্কে স্পষ্ট পূর্বাভাসের দুঃসাহস দেখাচ্ছেন৷ আমিরাতের আকাশে মেঘের অভাব নেই৷ কিন্তু বৃষ্টিপাতের হার খুবই কম৷

সে কারণে চারটি প্রপেলারযুক্ত বিমান ব্যবহার করে বিজ্ঞানীরা মেঘের ওপর সোডিয়াম ক্লোরাইড ও পটাসিয়াম ক্লোরাইড নিক্ষেপ করছেন৷ সেই লবণের কণা পানি একত্র করে ওজন বাড়িয়ে দেয়৷ ফলে বৃষ্টিপাত ঘটে৷ তত্ত্ব অনুযায়ী এর ফলে অন্য কোথাও বৃষ্টিপাত কমে যায় না৷ প্রায় ১৫ বছর ধরে এমন প্রচেষ্টার ফল যথেষ্ট উৎসাহব্যাঞ্জক৷

আহমেদ আল কামালি বলেন, ‘আমরা সম্প্রতি বৃষ্টিপাত বাড়ানোর বিষয়ে একটি গবেষণা করেছি৷ তাতে দেখা গেছে, যে ক্লাউড সিডিং-এর দৌলতে সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টিপাত গড়ে প্রায় ২৩ শতাংশ বেড়েছে৷ সেরা পরিবেশ থাকলে সেই মাত্রা এমনকি ৩৫ শতাংশও হতে পারে৷

উপসাগরের ওপরের আকাশে ঘন মেঘ ঘনিয়ে আসছে৷ এবার দ্রুত কাজ করতে হবে৷ আহমেদ আল কামালি বেতার ব্যবস্থার মাধ্যমে আন্ডার্স মার্ডের সঙ্গে যোগাযোগ করে একটি সম্ভাবনাময় কিউমুলাস মেঘ সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠিয়ে দিয়েছেন৷ পাইলট সেই মেঘের দিকে এগিয়ে চলেছেন৷ ভালো টাইমিং-ই সাফল্যের চাবিকাঠি হতে পারে৷

আন্ডার্স মার্ড বলেন, একই সঙ্গে একাধিক ঘটনা ঘটছে৷ বিমান চালাতে হবে, হিসেব করে মেঘের চারিদিকে ঘুরতে হবে, যাতে ঠিক সময়ে ঠিক জায়গায় উপস্থিত থাকা যায়৷ তবে মেঘের আসল আকার অনুযায়ী দিকনির্ণয় করাও জরুরি৷

নির্দেশ পেয়েই আন্ডার্স মার্ড চারটি কার্তুজ নিক্ষেপ করে উপরে উঠে গেছেন৷ আবহাওয়া কেন্দ্রে পরের মেঘের সন্ধান চলছে৷ তিন ঘণ্টায় তাকে ২০টি পর্যন্ত মেঘকে টিকা দিতে হবে৷ সেই কাজের শেষে সাধারণ সাফল্য পাওয়া যায়৷ গোটা টিম খুশিতে আত্মহারা হয়ে ওঠে৷

আন্ডার্স মার্ড বলেন, এই কৌশলের কার্যকারিতা সম্পর্কে আমি নিশ্চিত৷ বলছি না যে ভবিষ্যতে অন্য কোনো পদ্ধতি সৃষ্টি হবে না, যা হয়তো আরও ভালো হবে৷ তবে এই মুহূর্তে আমার বর্তমান প্রক্রিয়ার প্রতি আস্থা রয়েছে৷

মরুপ্রধান আমিরাতে বৃষ্টি সত্যি এক আশীর্বাদ৷ ক্লান্ত অথচ সন্তুষ্ট অবস্থায় আন্ডার্স জেট বিমান থেকে নেমে এলেন৷ তিনি চারটি মেঘে টিকা দিতে পেরেছেন, ৪০টি কার্তুজ নিক্ষেপ করেছেন৷ শেষ পর্যন্ত বৃষ্টিও হয়েছে৷ নিজের উড়ালের মাধ্যমে আন্ডার্স মার্ড জলবায়ু পরিবর্তন থামাতে পারেন না, পানির সংকটও মেটাতে পারেন না৷ তবে কঠিন সময়ে সামান্য পরিমাণ বাড়তি বৃষ্টির ব্যবস্থা করার মধ্যেও যথেষ্ট সার্থকতা রয়েছে৷ তথ্য সূত্র আরটিভি নিউজ।