News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

‘বীজন নাট্য গোষ্ঠীর নতুন কমিটি গঠন

বিবিধ 2021-11-26, 5:23pm

Bijon



‘নাট্য চর্চাই আমাদের দেশীয় সংস্কৃতির ঐতিহ্য’- এ স্লোগানকে সামনে রেখে নতুন কমিটি গঠন করেছে ‘বীজন নাট্য গোষ্ঠী’। এ লক্ষ্যে শুক্রবার (২৬ নভেম্বর) সকালে রুপায়ন বড়ুয়ার সভাপতিত্বে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর (সংরক্ষিত) আবিদা আজাদ। বিশেষ অতিথি ছিলেন বীজন নাট্য গোষ্ঠীর উপদেষ্টা গিয়াস উদ্দিন জুয়েল, এডভোকেট উত্তম কুমার দত্ত, নাট্যজন শেখ শওকত ইকবাল চৌধুরী, আশরাফুল করিম সৌরভ। উপস্থিত ছিলেন ইকবাল হোসেন সাইফুল, খলিলুর রহমান, দোলন দেব, মুজিবর রহমান মুজিব, সাহাবউদ্দিন, এমরান হোসেন পাটোয়ারী। সভায় দুইটি পথ নাটক নিয়ে দ্রুত কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় দল পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে রয়েছেন দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ, সহ দল প্রধান (১) রুপায়ন বড়ুয়া, সহ দল প্রধান (২) শামসুল আরেফিন শাকিল, সহ দল প্রধান (৩) মোহাম্মদ আলী ভূৃঁইয়া নিশান, সহ দল প্রধান (৪) ওমর ফারুক, সহ দল প্রধান (৫) সিপ্রা অর্থি, সাধারণ সম্পাদক আহমেদ কামাল আফতাব, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ ভূঁইয়া, অর্থ সম্পাদক মর্জিনা তানজিনা লুনা, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিন আক্তার, কার্যকরী সদস্য ইমাম হোসেন রাসেল, প্রান্ত শর্মা, পারভেজ চৌধুরী, মান্নান হিমেল, সৌরভ পাল, জয়নাল আবেদিন, আবদুল মান্নান, ঐশী, অপরুপ, মোহাম্মদ শাহিন, সুমন, এমরান, দিনা, মুন্না, শুভ্র।

সংবাদ প্রেরক - মোশারফ ভূঁইয়া পলাশ, মোবাইল: ০১৭১১-০১১৮৬৩।