News update
  • US May Ease Tariffs Further as Trade Gap Narrows     |     
  • Arab-Islamic summit over Israeli strike on Doha Monday     |     
  • NASA Rover Uncovers Strongest Hint of Ancient Life on Mars     |     
  • Eminent Lalon singer Farida Parveen passes away     |     
  • Dr Yunus mourns Farida Parveen's death     |     

জাতীয় প্রেস ক্লাব সদস্য মোস্তাফিজুর রহমান আর নেই

বিবিধ 2024-03-15, 12:27am

mostafizur-rahman-pic-e7b577967f8580a727ed4eca17928cbd1710440832.jpg

Mostafizur Rahman-Pic



জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাবেক জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমান আর নেই। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর রামপুরায় নিজ বাসভবনে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়—স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মোস্তাফিজুর রহমান বিভিন্ন সময় জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

আজ বাদ জোহর রামপুরা পাকা মসজিদে নামাজে জানাজা শেষে তাঁর মরদেহ নোয়াখালীর চাটখিলে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। - প্রেস বিজ্ঞপ্তি