News update
  • Net FDI in BD jumps over 200 percent in Q3 of 2025: BIDA     |     
  • Quilt makers race against time as severe cold grips Lalmonirhat     |     
  • Dhaka's air quality turns ‘very unhealthy’ on Monday     |     
  • Rohingya Pin Hopes on UN Genocide Hearing for Justice     |     
  • Trump Says Open to Meeting Venezuela’s Interim Leader     |     

৩ মাসব্যাপী চারুকলা প্রদর্শনী ‘বৃহত্ত্ব হোম আর্ট প্রোজেক্ট ২০২০’ উদ্বোধন

বিবিধ 2021-04-24, 2:30pm




শনিবার ১৩ মার্চ থেকে , বৃহত্ত্ব আর্ট ফাউন্ডেশন এবং বেঙ্গল আর্টস প্রোগ্রামের যৌথ আয়োজনে ‘বৃহত্ত্ব হোম আর্ট প্রোজেক্ট ২০২০’ শীর্ষক তিন মাসব্যাপী দলগত চারুকলা প্রদর্শনী ধানমন্ডিস্থ বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে। বিকাল ৫টায় এক অনাড়ম্বর আয়োজনে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি । বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরেণ্য শিল্পী রফিকুন নবী এবং ক্রিস্টাল ইনস্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ। আয়োজনে আরও বক্তব্য রাখেন প্রকল্পের আর্টিস্টিক ডিরেক্টর শিল্পী বিশ্বজিৎ গোস্বামী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন ‘ অতিমারির মাঝেও উদীয়মান শিল্পীদের নিয়ে এই উদ্যোগ প্রশংসার দাবিদার। শত প্রতিকুলতার মাঝেও শিল্পচর্চা তাঁর আপন গতিতে চলছে, চলবে- এই প্রত্যাশাই রইলো। রফিকুন নবী উদীয়মান শিল্পীদের ধন্যবাদ জানান এই অস্থির সময়কে বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য। এই প্রদর্শনী আরও অনেককে শিল্পচর্চায় উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কোভিড মহামারির পরিস্থিতি থেকে উত্তরণ এবং নব উদ্যমে প্রাণশক্তি ফিরে পেতে শিল্পী বিশ্বজিৎ গোস্বামীর পরিচালনায় সমমনা কয়েকজন শিল্পীকে সাথে নিয়ে ২০২০ সালে বৃহত্ত্ব হোম র্আট প্রোজেক্ট -এর সূচনা হয়। এই কর্মসূচীর আওতায় একদল শিল্পীকে উৎসাহিত করা হয় নতুন অভিজ্ঞতার আলোকে প্রত্যয়ী সময়কে ধারণ করে নতুন শিল্পকর্ম সৃষ্টি করতে। শিল্পী ঢালী আল মামুন, শিল্পী মাহবুবুর রহমান ও শিল্পী বিশ্বজিৎ গোস্বামীর দীর্ঘ এক ‘মেন্টরিং’ প্রক্রিয়া ও পরিচর্যার মধ্য দিয়ে ১৪ জন উদীয়মান শিল্পীর অনুসন্ধানী দৃষ্টিভঙ্গী নানা মাধ্যম ও মাত্রার শিল্পকর্মে উপস্থাপিত হয়েছে ‘বৃহত্ত্ব হোম আর্ট প্রোজেক্ট ২০২০’ প্রদর্শনীতে। প্রদর্শনীর ব্যঞ্জন ও বিন্যাস করেছেন বেঙ্গল আর্টস প্রোগ্রামের প্রধান কিউরেটর তানজীম ওয়াহাব। মহান স্বাধীনতার পঞ্চাশ বছর ও মুজিব বর্ষ উদযাপনের শুভলগ্নে উদীয়মান শিল্পীদের এই চারুকলা প্রদর্শনী বিশেষ তাৎপর্য বহন করে। – প্রেস বিজ্ঞপ্তি