News update
  • Nations finalize historic pandemic deal after 3 yrs of talks     |     
  • NCP May Boycott Polls Without Major Reforms: Nahid      |     
  • Yunus Named in TIME’s 100 Most Influential     |     
  • BNP Urges US to Keep Bangladesh Tariffs Fair     |     
  • BB Seeks Detailed List of Wilful Defaulters with Identities     |     

প্রয়াত সাংবাদিক জীবন মন্ডলের পরিবার পেল ১ লক্ষ টাকার চেক

বিবিধ 2024-07-25, 7:46pm

20240724_203244-01-f41f6afc0afc59cfbc575e11cdcd48661721915200.jpeg

Discussion meeting on Journo Jinan Kumar Mandala held at Kalapara Press Club on Thursday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় প্রয়াত সাংবাদিক জীবন মন্ডলের পরিবার পেল প্রেসক্লাবের কল্যাণ তহবিল থেকে ১ লক্ষ টাকা অনুদানের চেক। বুধবার রাতে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে সাংবাদিক জীবন মন্ডলের সহধর্মিনী মালতি রানী ও একমাত্র কন্যা নবনী মন্ডলের হাতে কল্যাণ তহবিলের ১ লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেন প্রেসক্লাব কর্তৃপক্ষ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, বিদায়ী সভাপতি মো. হুমায়ুন কবির, বিদায়ী সাধারণ সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক অমল মুখার্জী, মিলন কর্মকার রাজু প্রমূখ।- গোফরান পলাশ