News update
  • DUCSU 2025 Election's Digital Mirage     |     
  • Houthi drone hits Israeli airport as Gaza City attacks mount     |     
  • Khulna’s new central jail promises real change in care     |     
  • Undersea cables cut in Red Sea, snaps net access in Asia, ME     |     
  • Special recognition for Singer Sabina Yasmin at Shilpakala     |     

অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2024-08-07, 1:21pm

img_20240807_132102-39d6da04c5417ec1db64683ebdb9c6181723015276.jpg




রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেছেন। পদত্যাগের জন্য ব্যক্তিগত কারণ দেখান তিনি।

বুধবার (৭ আগস্ট) সকালে তিনি প্রেসিডেন্ট বরাবর এই পদত্যাগপত্র পাঠান। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।

এ এম আমিন উদ্দিনকে ২০২০ সালের ৮ অক্টোবর অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ওই সময়ের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন তিনি। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যু হলে স্থলাভিষিক্ত হন এ এম আমিন উদ্দিন। আরটিভি।