News update
  • Hasina Found Guilty of Crimes Against Humanity     |     
  • UN Security Council to Vote on Gaza Stabilisation Force     |     
  • COP30 Enters Final Stretch with Urgent Calls for Action     |     
  • Dhaka’s air turns ‘moderate’ Tuesday morning     |     
  • Russian Navy ship arrives in Ctg for goodwill visit     |     

ব্যক্তিগত বৈধ অস্ত্র ফেরতের বিষয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2024-10-31, 7:08am

4250db17f20c9c8f89a011bac332797064c429acc124d19e-af5f4ff79848afa019bbfa38e2d88e051730336925.jpg




ব্যক্তিগত নিরাপত্তার জন্য জমাকৃত বৈধ অস্ত্র ফেরত দেয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে যেসব অস্ত্র ফেরত দিলে আইনশৃঙ্খলা অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে এবং যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে তারা এ সুবিধা পাবেন না। জমাকৃত বৈধ অস্ত্র ফেরত দিতে চার সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব ইসরাত জাহান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ২৫ আগস্ট তারিখের প্রজ্ঞাপনে বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য গৃহীত এবং ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা প্রদানকৃত আগ্নেয়াস্ত্র ফেরত দেয়ার আবেদন যাচাই-বাছাই পূর্বক সিদ্ধান্ত গ্রহণের নিমিত্ত জেলা পর্যায়ে কমিটি গঠন করা হলো।

এ কমিটিতে জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জেলা পুলিশ সুপার ও  জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর উপপরিচালক।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে -

* কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ২৫ আগস্ট ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে জমাদানকৃত বৈধ অস্ত্র লাইসেন্সধারীর আবেদনের পরিপ্রেক্ষিতে ফেরত প্রদানের নিমিত্ত যাচাই- বাছাই শেষে ফেরত দেবে।

* বিশেষ উদ্দেশ্য নিয়ে ইস্যুকৃত এবং যে সব অস্ত্র ফেরত দিলে তা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে মর্মে প্রতীয়মান হবে সে সব অস্ত্র ফেরত দেয়ার বিষয় বিবেচিত হবে না।

* যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা চলমান আছে বা যারা ফৌজদারি অপরাধে ইতোমধ্যে দণ্ডিত হয়েছে তাদের অস্ত্র ফেরত প্রদানের বিষয়টিও বিবেচনা করা যাবে না।

* কমিটি প্রজ্ঞাপনে উল্লিখিত নির্ধারিত তারিখের পরে জমাকৃত অস্ত্রের বিষয়ে যৌক্তিকতা পর্যালোচনাপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে।

* কমিটি প্রজ্ঞাপনের নির্দেশনানুযায়ী ইতোমধ্যে বাতিলকৃত অস্ত্রের পুনর্বহালের আবেদনের যৌক্তিকতা পর্যালোচনাপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রযোজ্য ক্ষেত্রে সুপারিশ প্রণয়ণপূর্বক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠাবে।

* কমিটি প্রতিটি আবেদনের যৌক্তিকতা পৃথক পৃথকভাবে বিশ্লেষণপূর্বক সিদ্ধান্ত গ্রহণ করবে; এবং কমিটি গৃহীত সিদ্ধান্তসমূহের প্রতিবেদন প্রতিমাসের প্রথম সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠাবে। সময় সংবাদ।