News update
  • Global Press Freedom Index Falls to Critical Low     |     
  • Brutal aid blockade threatens mass starvation in Gaza     |     
  • Uncle, nephew picked up by BSF in Patgram     |     
  • Dhaka 3rd worst polluted city in the world Saturday morning     |     
  • Global Food Prices Rose in April: FAO     |     

প্রতিদিন ১৩ ঘণ্টা বন্ধ থাকবে মহাখালী ফ্লাইওভার

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2024-11-05, 8:31pm

rtreteryry-147df969088d16aed0cf45904a547ee11730817074.jpg




মহাখালী ফ্লাইওভার ব্যবহারে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত মহাখালী ফ্লাইওভারের কাকলীমুখি লেনে যানচলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৫ নভেম্বর) গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, মহাখালী ফ্লাইওভারের এক্সপেনশন জয়েন্টসমূহ (Expansion Joint) প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে। তাই ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেইট থেকে কাকলী অভিমুখি যানবাহনসমূহ শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

এতে আরও বলা হয়, আগামী ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত কাকলী থেকে জাহাঙ্গীর গেইট অভিমুখি যানবাহন শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে। আরটিভি