News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতুকা

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-01-05, 7:29am

196d5b6abf62f88e0b211aca28b481debdc29d6cc65cf19f-888cce54675114ba886471ee8c0229e71736040573.jpg




স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা ২০২৪ সালের আগস্টে ১১৭ বছর বয়সে মারা যাওয়ার পরে তোমিকো বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন।

আসিয়ার ২৭ বছর বয়সী মেয়র রিয়োসুক তাকাশিমা এক বিবৃতিতে বলেছেন, তোমিকো ইতুকা তার দীর্ঘ জীবনে আমাদের আশা ও সাহস যুগিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ।

ইতুকার জন্ম ১৯০৮ সালের মে মাসে, প্রথম বিশ্বযুদ্ধের ছয় বছর আগে।

২০২৪ সালের সেপ্টেম্বরে প্রবীণ দিবসে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে তাকে (গিনেস ওয়ার্ল্ড রেকডস) সার্টিফিকেট দেয়া হয়। এই দিনে জাপানে সরকারি ছুটি থাকে যা দেশের বয়স্ক নাগরিকদের সম্মান জানাতে প্রতিবছর উদযাপিত হয়।

ইতুকা খুব ভালো ভলিবল খেলতেন এবং ৩ হাজার ৬৭ মিটার উঁচু মাউন্ট ওন্টেকে দু’বার আরোহণ করেন।

তিনি ২০ বছর বয়সে বিয়ে করেছিলেন এবং গিনেস অনুসারে তার দুই মেয়ে এবং দুই ছেলে ছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়  তার স্বামীর টেক্সটাইল কারখানার অফিস দেখভাল করতেন। ১৯৭৯ সালে তার স্বামী মারা যাওয়ার পর জাপানের নারা শহরে একা থাকতেন ইতুকা। সময়