News update
  • Severe Heatwave, Drought Threaten Boro Rice Production     |     
  • Trump Agrees to Suspend Addt’l Tariffs on Bangladesh     |     
  • Transshipment Cancellation Won't Impact Exports: Experts     |     
  • India Turns Back 4 Bangladeshi Trucks from Benapole     |     

সংসদ ভবনের সামনে বসেছে মেলা, ভিড় জমাচ্ছে শিশুরা

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-04-01, 6:30pm

retertt34-ca4170eef95b2c83ac1d51cca2b887691743510616.jpg




রাজধানীর প্রাণ কেন্দ্র সংসদ ভবনের সামনে বসেছে ঈদ উপলক্ষে মেলা। মেলা ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সেখানে। আর বেড়াতে আসা শিশুরা বড়দের কাছে বায়না ধরছে কেনার। আজ মঙ্গলবার (১ এপ্রিল) সংসদ ভবনের সামনে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে সংসদ ভবনের সামনে বিভিন্ন স্ট্রিট ফুড, ফুচকা, আইসক্রিম, বাদাম, চিংড়ি ফ্রাই বিক্রি করতে দেখা গেছে। এছাড়া সেখানে শিশুদের বিভিন্ন প্লাস্টিকের খেলনার পাশাপাশি কাঁচ ও মাটির খেলনা, চুড়ি, নারীদের বিভিন্ন প্রসাধন সামগ্রীও বিক্রি হতে দেখা গেছে।

সংসদ ভবনে বাবা মায়ের সঙ্গে বেড়াতে আসা তন্ময় বলেন, ‘ঈদে আব্বুর সাথে এসেছি। এখন বাবা গাড়ি কিনে দিয়েছে, মজা লাগছে।’ তন্ময়ের বাবা মো. সিদ্দিক বলেন, ‘ঢাকায় যারা ঈদ করেন, তাদের দুই ঈদে ঢাকায় ঘুরতে ভালো লাগে। কারণ এসময় ঢাকা ফাঁকা থাকে।’ তিনি আরও বলেন, ‘মিরপুর রূপনগর আবাসিক এলাকা থেকে পরিবারসহ এসেছি। এসে খুব ভালো লাগছে। এখানে বাচ্চাদের খেলনা থাকায় বাচ্চারা খুব খুশি হয়েছে। আমার ছেলেকে কিনে দিয়েছি। তবে দাম একটু বেশি। দরদাম করে কেনা লাগছে।’

রহিম মিয়া নামের একজন দোকানি বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে দোকান বসাই। সামনে পহেলা বৈশাখেও দোকান দিবো। ঈদের কয়দিন দোকান থাকবে।’ তিনি আরও বলেন, ‘ঈদের দিন অনেক মানুষ এসেছে। ভালো বেচা-বিক্রি হচ্ছে। সামনের কয়দিন বেচা-বিক্রি ভালো হবে বলে আশা করছি।’ এনটিভি