News update
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     

আরআরএজি’র অধিকাংশ দাবি বিভ্রান্তিকর ও মিথ্যা

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-06-09, 8:17pm

img_20250609_201351-a8f1c726b5966522cbd43e493ea3c1f81749478662.jpg




নয়াদিল্লিভিত্তিক সংস্থা ‘রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপ’ (আরআরএজি) সম্প্রতি একটি মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বাংলাদেশে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। আরআরএজি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লিখিত অধিকাংশ দাবিই বিভ্রান্তিকর এবং বাস্তব তথ্য দ্বারা সমর্থিত নয়।

সোমবার (৯ জুন) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস এক পোস্টে এ তথ্য জানায়।

এতে বলা হয়, আরআরএজি’র প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কমপক্ষে ১২৩ সদস্য গত ৫ আগস্ট থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ড. ইউনূসের শাসনামলে লক্ষ্যবস্তু হত্যার শিকার হয়েছিল। আরআরএজি এই হত্যাগুলোকে ড. ইউনূসের সমর্থকদের প্রতিশোধের আক্রমণ হিসেবে উপস্থাপন করেছে।

আরআরএজি আরও মিথ্যা দাবি করেছে, অন্তর্বর্তী সরকার ওএইচসিএইচআরকে মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে একটি স্বাধীন তথ্য অনুসন্ধান তদন্ত পরিচালনা করতে নিষিদ্ধ করেছে। অথচ, আরআরএজি প্রেস রিলিজে উল্লিখিত অধিকাংশ দাবি বিভ্রান্তিকর এবং বাস্তব তথ্য দ্বারা সমর্থিত নয়।

আরআরএজি কথিত লক্ষ্যবস্তু হত্যার নির্দিষ্ট ঘটনাগুলো উল্লেখ করেছে। কিন্তু উদ্ধৃত মামলার নিবিড় পরীক্ষা থেকে জানা যায়, সাধারণ অপরাধমূলক বা স্থানীয় উদ্দেশ্য— লক্ষ্যবস্তু রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। স্থানীয় মিডিয়া এবং কর্তৃপক্ষ দ্বারা প্রকাশিত মূল বিবরণ সরাসরি আরআরএজি’র বর্ণনার বিরোধিতা করে, যা নীচে ব্যাখ্যা করা হয়েছে।

নাচোল জোড়া খুন (১৭ ডিসেম্বর, ২০২৪)

আরআরএজি দাবি করেছে, ‘জয় বাংলা’ লেখার জন্য ইউনূসের সমর্থকরা মাসুদ এবং রায়হান নামে দুই যুবককে হত্যা করেছে। অথচ, এই হত্যাকাণ্ড রাজনীতির সঙ্গে সম্পর্কিত নয়, একটি স্থানীয় বিরোধ। ভুক্তভোগীদের পরিবার প্রকাশ্যে রাজনৈতিক বর্ণনা অস্বীকার করে স্পষ্ট করে বলেছে, তাদের ছেলেদের ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না এবং এই হত্যাকাণ্ড কিশোর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে হয়েছে। ভুক্তভোগীর বাবা বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবিগুলো সম্পূর্ণ বানোয়াট।

আরিনা বেগমের হত্যা (৫ ডিসেম্বর, ২০২৪)

আরআরএজি অভিযোগ করেছে, ৪৫ বছর বয়সী আরিনাকে ‘শুধুমাত্র তার ছেলে স্থানীয় ছাত্রলীগ সভাপতি এবং আত্মগোপনে থাকার কারণে’ কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রমাণগুলো বরং ব্যক্তিগত উদ্দেশ্যের দিকে ইঙ্গিত করে। হত্যার পর পুলিশ দ্রুত তার স্বামীকে প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে। তদন্তকারী এবং স্থানীয় বাসিন্দারা সন্দেহ করছেন, হত্যার পেছনে রাজনীতি নয়, বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল।

তোফাজ্জলের মৃত্যু (১৯ সেপ্টেম্বর, ২০২৪)

আরআরএজি দাবি করেছে, বরগুনার ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগ নেতা তোফাজ্জলকে ঢাবিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলায় ছাত্র-জনতা পিটিয়ে হত্যা করেছে। তবে, এখানে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট বাদ দেওয়া হয়েছে। তোফাজ্জল মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং ক্যাম্পাসে কোনো সংঘর্ষের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। ১৮ সেপ্টেম্বর রাতে, ফজলুল হক হলের ঢাবি ছাত্ররা তাকে চোর ভেবে ভুল করে আটক করে এবং অসংলগ্ন উত্তর দিলে তাকে মারাত্মকভাবে পিটিয়ে হত্যা করে। মরণোত্তরভাবে তার পরিচয় পাওয়া যায়- তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং প্রায়শই ঢাবির ক্যাম্পাসে ঘুরে বেড়াতেন। এটি মোটেও লক্ষ্যবস্তু রাজনৈতিক হত্যা ছিল না। এটি ছিল ছাত্রদের (বিদ্রূপাত্মকভাবে, তাদের মধ্যে কেউ কেউ ছাত্রলীগ সদস্য বলে জানা গেছে) দ্বারা একটি দুঃখজনক গণ-অবিচার, যারা তাকে মিথ্যাভাবে চোর বলে চিহ্নিত করেছিল।

আবদুল্লাহ আল মাসুদকে পিটিয়ে মৃত্যু (৮ সেপ্টেম্বর, ২০২৪)

আরআরএজি ইঙ্গিত দেয়, রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকা সত্ত্বেও মাসুদ, একজন প্রতিবন্ধী প্রাক্তন ছাত্রলীগ নেতা, তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। হ্যাঁ, অভ্যুত্থান পরবর্তী উত্তেজনার মধ্যে রাজশাহীতে জনতা তাকে পিটিয়ে হত্যা করে। ৩৫ বছর বয়সী এই যুবক তার নবজাতকের জন্য ওষুধ কিনতে গেলে স্থানীয়রা ৫ আগস্ট তাকে বিক্ষোভকারীদের ওপর আক্রমণ করার জন্য ভুলভাবে অভিযুক্ত করে। যদিও তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, জনতা তাকে মারাত্মকভাবে পিটিয়ে হত্যা করে।

বগুড়ায় বাবর আলীর হত্যা (১৩ আগস্ট, ২০২৪)

আরআরএজি বাবর আলীকে (৫০-এর দশক) একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে বর্ণনা করেছে, যাকে তার বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল এবং তার গলা কেটে হত্যা করা হয়েছিল। তবে, এটি রাজনৈতিক আঘাত নয়, ব্যক্তিগত প্রতিহিংসার ইঙ্গিত দেয়। বাবর আলী বগুড়া শহরের একটি ছোট মুদি দোকানের মালিক ছিলেন। ১৩ আগস্ট, বেশ কয়েকজন যুবক তাকে বাইরে ডেকে নিয়ে যায়। পরের দিন সকালে তার মৃতদেহ পাওয়া যায়। নিহতের মেয়ে বিনা আক্তার সাক্ষ্য দিয়েছেন, তার বাবার মুদি ব্যবসা নিয়ে স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তারা সেই বিরোধের কারণেই তাকে হত্যা করেছে। পুলিশ পূর্বশত্রুতাকে সম্ভাব্য উদ্দেশ্য হিসেবেও ইঙ্গিত করেছে এবং অপরাধীদের শনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে।

আরআরএজি সম্পূর্ণ প্রতিবেদনের একটি বিস্তৃত বিশ্লেষণ বর্তমানে চলছে এবং যথাসময়ে প্রকাশ করা হবে বলেও উল্লেখ করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস আরও জানায়, আরআরএজি মিথ্যা দাবি করেছে- অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের মানবাধিকার তদন্তকে সীমাবদ্ধ করেছে। বাস্তবে, ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে গত ৩০ আগস্ট ওএইচসিএইচআরকে আমন্ত্রণ জানান এবং পূর্ণ সহযোগিতা করেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি ওএইচসিএইচআর রিপোর্টে শেখ হাসিনার নেতৃত্বে পূর্ববর্তী সরকারকে মারাত্মক ক্র্যাকডাউনের নির্দেশ দেওয়ার অভিযোগ করা হয়েছিল, যাতে ১ হাজার ৪০০ জন পর্যন্ত মানুষ মারা গিয়েছিল।

আরআরএজি’র দাবির বিপরীতে, প্রতিবেদনে বলা হয়নি যে বেশিরভাগ ভুক্তভোগী আওয়ামী লীগ সমর্থক ছিলেন, অথবা আত্মীয়স্বজনদের ভয়ে চুপ করে রাখা হয়েছিল। তথ্য-পরীক্ষকরা নিশ্চিত করেছেন আরআরএজি’র ‘৭৫০ আওয়ামী লীগ মৃত্যুর’ দাবিটি একটি জাল জাতিসংঘের তালিকার ওপর ভিত্তি করে তৈরি। আওয়ামী লীগ কর্তৃক জমা দেওয়া ১৪৪ জনের তালিকাটি লক্ষ্য করা গেছে কিন্তু জাতিসংঘ কর্তৃক যাচাই করা হয়নি। আরআরএজি এই তথ্যগুলোকে বিকৃত করে নিপীড়নের একটি মিথ্যা বর্ণনা তৈরি করেছে।

আরআরএজি’র এই বিভ্রান্তিকর প্রতিবেদন নতুন কিছু নয়। আরআরএজি এবং এর পরিচালক সুহাস চাকমার পতনশীল আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশ বিরোধী বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার অতীত রয়েছে। ২০২৫ সালের মে মাসে আরআরএজি মিথ্যা দাবি করে, ৬৪০ জন সাংবাদিককে লক্ষ্যবস্তু করা হয়েছিল; সরকার এটিকে বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করে, স্পষ্ট করে আইনি পদক্ষেপগুলো বেশিরভাগই পূর্ববর্তী শাসনামলে প্রণীত আইনের সঙ্গে সম্পর্কিত ছিল এবং কোনো পদ্ধতিগত মিডিয়া দমন-পীড়ন নেই।

এছাড়া পার্বত্য চট্টগ্রাম সংঘর্ষে হতাহতের সংখ্যা অতিরঞ্জিত করেছে আরআরএজি। ৯ জন আদিবাসীর মৃত্যুর দাবি করেছে, যা একটি সহযোগী গোষ্ঠী ৬৭ জনে বাড়িয়ে জানিয়েছে। অথচ, বিশ্বাসযোগ্য প্রতিবেদনে মাত্র ৪ জন নিশ্চিত করা হয়েছে। আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে একটি পরিকল্পিত হত্যা অভিযানের আরআরএজি’র দাবি বাস্তবতার সঙ্গে খাপ খায় না বলেও এতে উল্লেখ করা হয়।আরটিভি