News update
  • Asia-Pacific hunger eases, Gaza pipeline fixed, Europe hit by flu     |     
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     

থানায় ঢুকে কনস্টেবলকে ‘স্যার’ ডেকে বিপাকে ভুয়া এসআই

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-07-05, 6:08pm

img_20250705_180652-1d3f76481a2f73f0a0b2734e2f952aa61751717311.jpg




গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় বোরকার নিচে পুলিশের পোশাক পরে থানায় প্রবেশের সময় তানিয়া (২৭) নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটক তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবু তালেব।

পুলিশ জানায়, পাওনা টাকা আদায়ের বিষয়ে অভিযোগ জানাতে থানায় যান তানিয়া। কিন্তু তিনি পুলিশের পোশাক পরে নিজেকে নারী উপপরিদর্শক (এসআই) হিসেবে পরিচয় দেন। এক কনস্টেবলকে ‘স্যার’ সম্বোধন করায় দায়িত্বরত কর্মকর্তার সন্দেহ হয়। পরে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তল্লাশি চালিয়ে দেখা যায়, তানিয়ার পুলিশের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

তার কাছ থেকে একটি পুলিশ ইউনিফর্ম জব্দ করা হয়েছে। পরে তার বাসায় অভিযান চালিয়ে আরও পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানা যায়, তানিয়া প্রায়ই পুলিশের পোশাক পরে এলাকায় ঘোরাফেরা করতেন এবং সেসব ছবি ও ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করতেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, ‘তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। তার উদ্দেশ্য, পোশাকের উৎস ও কোনো অপরাধে জড়িত ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। রিমান্ড আবেদন করা হবে।’