News update
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     

নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন নয়

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-07-11, 8:09am

e2a73b3b43a88cb930ac41c3800d0ffc6e8a96091665cad8-8dd627335e4bc10d8b515f8bfc0a0e011752199766.jpg




উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন বাতিলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১০ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নিয়ম বাতিল করা হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনার ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে সরকারি কর্মকর্তাদের তাকে ‘স্যার’ বলে সম্বোধন করার জন্য একটি নিয়ম জারি ছিল। এই রীতি অন্য উচ্চপদস্থ মহিলা কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল, যাদের ‘স্যার’ বলা হত। অন্তর্বতী সরকার আনুষ্ঠানিকভাবে এ নিয়ম বাতিল করেছে।

এছাড়া উপদেষ্টা পরিষদে মন্ত্রিসভার জারি করা অন্যান্য বিস্তৃত প্রোটোকল নির্দেশিকা পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। জ্বালানি, সড়ক ও রেলওয়ে বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রোটোকল নির্দেশিকা পর্যালোচনা এবং এক মাসের মধ্যে এ বিষয়ে উপযুক্ত সংশোধনী পরামর্শ দিতে নির্দেশ দেয়া হয়েছে। 

এরআগে, গত বছরের ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সরকারি চাকরিজীবীদের স্যার ডাকতে হবে না বলে জানিয়ে মিস্টার ও মিস ডাকতে বলেছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান।