News update
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     

উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-07-21, 6:43pm

3fb70f9315fcab49a5eba84800e5343fa38a122599bd2f5f-574babe53dd5564df1ebf138d4c0e1201753101811.jpg




রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। এই দুর্ঘটনার খবর প্রকাশ করেছে বিশ্বের বহু নামকরা গণমাধ্যম।

‘কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত’ শিরোনামে খবর দেয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সংবাদটি প্রকাশের সময় একজনের মৃত্যুর খবর দিয়েছিল বার্তা সংস্থাটি। পরে সেই সংখ্যা ১৯ বলে জানানো হয়। আর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ঢাকায় বিমান দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে। 

‘ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান স্কুলে বিধ্বস্ত’ শিরোনামে খবর প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপি। এই সংস্থাটিও খবর প্রকাশের সময় একজনের মৃত্যুর খবর দেয়। 

আরেক মার্কিন গণমাধ্যম নিউজউইকও ‘স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত’ শিরোনামে এ খবর জানিয়েছে।

উত্তরায় বিমান দুর্ঘটনার খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজও।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমসও ঢাকার মর্মান্তিক এ খবর দিয়েছে। খবর প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্টও।

পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন বাংলাদেশে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার খবর প্রকাশ করেছে। 

এছাড়াও এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ডেকান হেরাল্ড, টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের প্রধান প্রায় সব গণমাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে।