News update
  • Passenger bus in northern India catches fire: 20 people burn to death     |     
  • Voting start in Ctg Varsity Central Students Union elections      |     
  • Death toll in Mirpur factory, chemical godown fire rises to 16     |     
  • Humanitarians Urge Donors as Global Aid Remains Severely Short     |     
  • Sami’s five-for 33 seals Afghanistan’s 200-run rout of Bangladesh     |     

বিএনপি নেতার বিয়ের প্রলোভনে সর্বস্ব হারিয়ে এক নারীর সংবাদ সম্মেলন

বিবিধ 2025-10-14, 10:59pm

img-20251014-wa0093-4941aee146d0443e101ada357dac09021760461169.jpg

Woman alleged a Kalapara-based BNP leader deceived her by proposing marriage.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি নেতার বিয়ের প্রলোভনে সর্বস্ব হারিয়ে এক ভুক্তভোগী নারী প্রতিকার পেতে সংবাদ সম্মেলন করেছেন।  মঙ্গলবার বেলা এগারোটায় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামে অভিযুক্ত লালুয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মজিবুর প্যাদার বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন  ভুক্তভোগী মরিয়ম বেগম (৪৩)।  এসময় তার সাথে উপস্থিত ছিলেন ওই নারীর পিতা মো. মোসলেম দফাদার, ভাই মো. আব্দুর রহমান।

লিখিত বক্তব্যে মরিয়ম বেগম বলেন,  বালিয়াতলী  ইউনিয়নের দিগর বালিয়াতলী গ্রামের বাসিন্দা মৃত আফতের গাজীর ছেলে  কামাল হোসেনের  সঙ্গে তার  বিয়ে হয়। সেই সংসারে তাদের ২ ছেলে ও ১  মেয়ে রয়েছে। ওই নারীর স্বামী কামাল হোসেন জীবিত থাকা অবস্থায় তাদের বাড়ির পাশে লালুয়া ইউনিয়নের  কলাউপাড়া গ্রামের  বাসিন্দা ইয়াসিন প্যাদার ছেলে মজিবর প্যাদা মাছের ব্যবসা করত। সেই সুবাদে তাদের  বাড়িতে যাতায়াত ছিলো। তার স্বামীর মৃত্যুর পর থেকে ওই নারীকে বিয়ে করার জন্য বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসছিলো মজিবর। পরবর্তীতে ৪ বছর আগে পটুয়াখালী নিয়ে গিয়ে ভুয়া কাবিন নামার মাধ্যমে বিয়ের নাটক সাজিয়ে স্ত্রী হিসেবে ওই নারীকে গ্রহন করে মজিবর। পরে তার পিতা-মাতাসহ পরিবারের সকলকে সন্তুষ্ট করে তাদের সম্পত্তি আত্মসাতের পথে নামে মজিবর।

২০২১ সালে তাদের বসতবাড়িসহ জমি পায়রা বন্দরের অধিগ্রহন করে। অধিগ্রহনকৃত তার এবং তার ভাই আব্দুর রহমান এর জমির মূল্য ৪৭ লাখ টাকা কৌশলে আত্মসাৎ করে সটকে পড়ে মজিবর। পরে ওই নারী টাকা এবং স্ত্রীর অধিকার আদায়ে গেলেই ২৭ লাখ টাকা দেয়ার কথা বলে তাকে তাড়িয়ে দেয়। টাকা এবং স্বামীর অধিকারের জন্য চাপ দিলে মজিবুর প্যাদা ওই নারী এবং তার বাবা মোসলেম দফাদার, ভাই আব্দুর রহমানকে আসামী করে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করেন। বর্তমানে বিধবা ওই নারী স্বামীর অধিকার আদায়ে ঘুরছেন প্রশাসনসহ রাজনৈতিক নেতাকর্মীদের দ্বারে দ্বারে। এছাড়াও প্রতিনিয়ত তাকে ও তার পরিবারেরকে হত্যার হুমকি দিচ্ছে মজিবুর।

এ বিষয়ে অভিযুক্ত মজিবুর প্যাদা বলেন, মরিয়ম বেগমের সাথে আমার কোন বৈবাহিক সম্পর্ক নেই। তাদের কাছে আমি টাকা পাবো। এজন্য মামলা দায়ের করেছি, মামলা আদালতে বিচারাধীন রয়েছে। পাওনা টাকা যাতে চাইতে না পারি এজন্য আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। - গোফরান পলাশ