News update
  • Two brothers killed in Narsingdi over extortion refusal     |     
  • Death toll from Myanmar earthquake surpasses 1,700     |     
  • Children’s entertainment centres buzz with Eid crowds      |     
  • PM Modi greets Dr Yunus, seeking Dhaka-Delhi stronger bond     |     
  • NCP to Push for Reforms After Eid     |     

এসবিসিসিআই সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হলেন আব্দুর রশিদ

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2025-03-24, 5:39pm

45345234-62f6e394d5ff8e7f96e343311f9edc471742816381.jpg




এসজিএস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রশিদ সুইস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসবিসিসিআই) সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সম্প্রতি রাজধানী ঢাকার বনানীতে অবস্থিত শেরাটন হোটেলে চেম্বার-এর ১৩তম বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি চেম্বার-এর প্রতি শুভেচ্ছা জানান। এ ছাড়া তিনি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং ব্যবসায়িক সুযোগ-সুবিধা নিয়ে বক্তব্য রাখেন।

রাষ্ট্রদূত রেঙ্গলি বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে সুইস দূতাবাসের উদ্যোগগুলোতে এসবিসিসিআইয়ের সহযোগিতার জন্য তাদের প্রস্তুতি পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের জনগণের শক্তি ও সহনশীলতার প্রশংসা করেন।

এসবিসিসিআই সভাপতি আব্দুর রশিদ নিজের উদ্বোধনী ভাষণে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের পর দেশের পুনর্গঠনে যৌথ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।

তিনি সুইজারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে এসবিসিসিআইয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ ছাড়া, ড্যাফোডিল ট্রেডিং হাউজ লিমিটেডের চেয়ারম্যান ও এমডি সাইফুল ইসলাম চেম্বার-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং তরুণ পাটোয়ারি (ভাইস প্রেসিডেন্ট), সাদ ওমর ফাহিম (সেক্রেটারি জেনারেল), এবং ইকবাল চৌধুরী (ট্রেজারার) নির্বাচিত হন।

মোহাম্মদ আবুল হাসনাত, ভিদিয়া অমৃত খান, দেবব্রত রায় চৌধুরী, জুলিয়ান এ ওয়েবার, হেদায়েত উল্লাহ, মার্ক হিব, সন্তোষ চন্দ্র নাথ, মো কবির আনোয়ার, এবং হারুন-উর রশিদ নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত হন।

এ ছাড়াও অনুষ্ঠানে সুইস দূতাবাসের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিষয়ক প্রধান আলবার্তো জিওভানেত্তি, সিনিয়র রাজনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগ কর্মকর্তা খালেদ চৌধুরী এবং এসবিসিসিআইয়ের কো-অর্ডিনেটর মোহাম্মদ মহি উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।আরটিভি