News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

৭০ শতাংশ পর্যন্ত ছাড়, তবুও মিলছে না ক্রেতা!

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2025-05-28, 3:33pm

01dd6466e2a01bbeb5f3fce3e78f7b9cce542d597f374240-6352d199bbc6150b56059708dfa48dc61748424793.png




ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। তবে এখনও জমে উঠেনি রাজশাহীর ঐতিহ্য রেশম পল্লীসহ বড় বড় শপিংমলগুলো। বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন, গত ৩০ বছরে ঈদ বাজারে এমন স্থবিরতা দেখা যায়নি। এজন্য রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল না থাকাকে দায়ী করছেন তারা।

ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ততার কমতি নেই কারিগরদের। দিনরাত এক করে তৈরি করছেন রাজশাহীর ঐতিহ্যবাহী বিভিন্ন রেশমি পোশাক।

তবে কারখানার ব্যস্ততার ঠিক উল্টো চিত্র বিপণী বিতান ও সিল্কের শোরুমগুলোতে। থরে থরে সাজানো রঙ,বে-রঙের শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, জামা, ফতুয়া এবং শিশুদের পোশাক। তারপরেও দেখা মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতার।

দিনের অধিকাংশ সময়ই অলস বসে থাকছেন ব্যবসায়ীরা। বিক্রেতাদের দাবি, আগের তুলনায় অনেক কমেছে ব্যবসা-বাণিজ্য। রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে ঈদ বাণিজ্যে।

ক্রেতা টানতে ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিলেও নেই কাঙ্ক্ষিত বিক্রি। গত ৩০ বছরেও এমন পরিস্থিতি হয়নি বলে দাবি ব্যবসায়ীদের।

রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা এনে মানুষের আস্থার জায়গা ফেরাতে হবে। না হলে ব্যবসা-বাণিজ্যে ধস নামবে।

চেম্বার অব কমার্সের ভাষ্য, পোশাক পরিচ্ছদসহ কয়েকটি খাতে ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীতে অন্তত হাজার কোটি টাকার ব্যবসা হয়। সে তুলনায় এবার ব্যবসা কমে এসেছে অর্ধেকে।