News update
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     
  • BB to appoint administrators to merge troubled Islami banks     |     
  • Bangladesh Bank allows loan rescheduling for up to 10 years     |     
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     

যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়ের প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2025-06-16, 3:06pm

d8da1f147a41fcc5a6f7c53f5f5538be1689ba15cd29e120-761a34c0f7c30a0c511a6eb5850c275b1750064811.png




চলতি বছরের প্রথম ৪ মাসে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের রফতানি আয়ে সবচেয়ে বেশি ২৯.৩৩ শতাংশ প্রবৃদ্ধি করেছে বাংলাদেশ।

ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রথম ৪ মাসে ২ হাজার ৬২১ কোটি ৮০ লাখ ডলারের তৈরি পোশাক আমদানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যা এক বছর আগের তুলনায় প্রায় ১০.৬৫ শতাংশ বেশি।

এপ্রিল পর্যন্ত ৪ মাসের রফতানি আয়ের হিসাবে চীনকে টপকে মার্কিন বাজারে শীর্ষ পোশাক রফতানিকারক দেশের জায়গা নিয়েছে ভিয়েতনাম। চীন থেকে যুক্তরাষ্ট্র আমদানি করেছে ৪৩৫ কোটি ৭৬ লাখ ডলারের পোশাক। বছর ব্যবধানে বেড়েছে শূন্য দশমিক ৬৬ শতাংশ।

আর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম থেকে মার্কিন বাজারে পোশাক রফতানি হয়েছে ৫০৮ কোটি ৯১ লাখ ডলারের মূল্যের। যা ১৬.০৬ শতাংশ বেড়েছে বছর ব্যবধানে।

যুক্তরাষ্ট্রে বাজার দখলে অনেক পিছিয়ে থাকলেও আয় বৃদ্ধির বিচারে অবশ্য সবচেয়ে এগিয়ে বাংলাদেশ। বছর ব্যবধানে মার্কিন বাজারে বাংলাদেশি পোশাক রফতানির আয় ২৯.৩৩ শতাংশ বেড়েছে। যা শীর্ষ রফতানিকারক ভিয়েতনামের প্রায় দ্বিগুণ।

চলতি বছরের প্রথম চার মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রফতানি করেছে ২৯৮ কোটি ৩১ লাখ টাকার পোশাক। বাংলাদেশের পর সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে ভারতের, ২০.৩০ শতাংশ। আর ইন্দোনেশিয়ার আয় ১৫.৬০ শতাংশ বেড়ে ঠেকেছে ১৬০ কোটি ১১ লাখ ডলারে।

এ সময়ে মার্কিন বাজারে পাকিস্তানি পোশাকের রফতানি আয় বেড়েছে ১৯.৭৯ শতাংশ, গত এপ্রিল পর্যন্ত চার মাসে রফতানি হয়েছে ১২৩ কোটি ৯ লাখ ডলার। এছাড়া কম্বোডিয়ার রফতানি আয় ১৯.৫৭ শতাংশ বেড়ে ঠেকেছে ৭৪ কোটি ৯৫ লাখ ডলারে।