News update
  • US May Ease Tariffs Further as Trade Gap Narrows     |     
  • Arab-Islamic summit over Israeli strike on Doha Monday     |     
  • NASA Rover Uncovers Strongest Hint of Ancient Life on Mars     |     
  • Eminent Lalon singer Farida Parveen passes away     |     
  • Dr Yunus mourns Farida Parveen's death     |     

এনবিআরে অচলাবস্থা: তিন সিদ্ধান্ত জানালো অর্থ মন্ত্রণালয়

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2025-06-28, 6:17am

1b3f5bf9c4d11307b57cba6f5ab87305e9c1fc0dbdb46381-d60a3e7c06fb2a8689684c4b2ca7b0af1751069844.jpg




জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনে শনিবারের ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহারসহ তিনটি সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অর্থ মন্ত্রণালয়।

এতে বলা হয়, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলন নিরসনের লক্ষ্যে বৃহস্পতিবার অর্থ উপদেষ্টার কার্যালয়ে আড়াই ঘণ্টাব্যাপী একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে সভায় অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, এনবিআর চেয়ারম্যান এবং ১৬ জন সদস্য অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বিস্তারিত আলোচনা শেষে তিনটি বিষয়ে সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্তগুলো হলো: এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহার করা; সম্প্রতি এনবিআরের ইস্যু করা কর্মকর্তাদের দুটি বদলির আদেশ পুনর্বিবেচনা করা এবং আগামী মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টায় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংশোধন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় অংশ নেবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা, রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যরা। ওই সভায় আলোচনার মাধ্যমে সবার মতামতের ভিত্তিতে ৩১ জুলাইয়ের মধ্যে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব হবে বলে সরকার প্রত্যাশা করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানিসহ জনগণের সেবাদান কার্যক্রম সচল রাখাসহ বৃহত্তর জাতীয় স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি এবং ‘মার্চ টু এনবিআর কর্মসূচি’ প্রত্যাহার করে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা নিজ দপ্তরে অবস্থান করবে। সবাইকে কার্যক্রমে মনোনিবেশ করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।