News update
  • 42,000 Bangladeshi Expats Apply for Voter Registration Abroad     |     
  • Mark Carney to Become Canada's Next Prime Minister      |     
  • CA’s Special Assistant Prof M Aminul Islam Resigns     |     
  • UNRWA Report #162 on the Crisis in Gaza and the West Bank     |     
  • The Commission in the Status of Women and Why it Matters     |     

আইএফআইসি ব্যাংকে নারী দিবস পালিত

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2025-03-08, 6:26pm

45252354-c3e15244a4f1c45aa3b176f7cbc72fa21741436784.jpg




‘অগ্রযাত্রায় হোক নারীর জয়গান, অমূল্য তোমাদেরই অবদান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। গতকাল বৃহস্পতিবার পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা।

এ সময় তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়নে আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে অগ্রগামী ভূমিকা পালন করছে। আমাদের মেধাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের আওতায় বর্তমানে নারী কর্মীর সংখ্যা ৩০%, যা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অগ্রগণ্য। ১৪০০ এর বেশি শাখা-উপশাখার মধ্যে ইতোমধ্যে ২৮৩টি শাখা-উপশাখা সরাসরি নারীদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।’

অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র মানেজমেন্ট টিমের সদস্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, মো. মনিতুর রহমান, কে এ আর এম মোস্তফা কামাল, ইকবাল পারভেজ চৌধুরীসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্টরা।

এ সময় চলতি বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য #AccelerateAction এর আলোকে আইএফআইসি ব্যাংক কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।